বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে এবার খুলনায় সর্বকালের সর্ববৃহৎ শো-ডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
পতিত আওয়ামী সরকারের স্বৈরাচারী দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দিতে খুলনার সর্বস্তরের জনগণকে সাথে থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচির আলোকে গৃহীত কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের সর্বাত্মক অংশগ্রহণের আহবান জানিয়েছেন নগর বিএনপির আহবায়ক এড. এস এম শফিকুল আলম মনা ও সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন।
কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিশাল সমাবেশের পর নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হবে।
২ সেপ্টেম্বর বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আলোচনা সভা, বিশেষ ক্রোড়পত্র উদ্বোধন করা হবে। ৩ সেপ্টেম্বর নগরীর পাঁচ থানায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি, ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জমায়েতের পর নির্ধারিত স্থানে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। ৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দিনব্যাপী নগর পরিচ্ছন্নতা অভিযান।
৬ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদের বিদেহী আত্মার শান্তি কামনা ও আহতদের আরোগ্য কামনায় থানায় থানায় বিশেষ দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ ক্রোড়পত্র স্থানীয় সকল দৈনিকে প্রকাশের বিশেষ অনুরোধ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।