চলচ্চিত্রে জুটি বাঁধলেন বুবলী ও রাজ। সরকারি অনুদানের ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন তারা। এটির নির্মাতা মিশুক মনি। জানা গেছে, গেল ৫ ডিসেম্বর থেকে ঢাকায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।
এদিকে বুবলী যখন এই সিনেমায় চুক্তিবদ্ধ হন তখন তিনি জানতেন না যে এতে রাজও অভিনয় করবেন। পরে পরিচালকের কাছে বিষয়টি জানতে পারেন।
রাজের সঙ্গে অভিনয় প্রসঙ্গে বুবলী বলেন, ‘এটাই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবি অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান। আর সিনেমার গল্পটা আমার কাছে এত ভালো লেগেছিল যে সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি।’
রাজ বলেন, ‘সিনেমাটির বেশ কিছু অংশ রাতের। আমরা সারা রাত ধরে শুটিং করি আর সারা দিন ধরে ঘুমাই। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।’
মূলত চলতি মাসের ২৪ মার্চ থেকে শুরু হয় ‘দেয়ালের দেশ’ সিনেমার শুটিং। অনেকটা গোপনেই শুটিং করা হয় তখন। এবারের লটের শুটিংয়েও গোপনীয়তা অবলম্বন করা হয়। তবে সামাজিক মাধ্যমে শুটিংয়ের কিছু ছবি ফাঁস হলে তার আর গোপন থাকে না।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত