আধুনিকতার ছোঁয়া আর কালের বিবর্তনে প্লাস্টিকের দাপটেও টিকে আছে গ্রাম বাংলার ঐতিহ্য বাঁশ ও বেত শিল্প। নির্বিচারে বাঁশ কাটা পরিচর্যার অভাব এবং সরকারি পৃষ্ঠপোষকতার অবহেলায় বাঁশঝাড় ক্রমশই কমে যাচ্ছে।উজার হচ্ছে প্রকৃতির দূর্যোগ প্রতিরোধক ও পরিবেশের পরম বন্ধু বাঁশঝাড়। যেকারণে সচারাচর হাট বাজার গুলোয় বাঁশের তৈরি শিল্প আগেরমত চোখে পড়েনা ।
এ শিল্পের সাথে জড়িত থাকা পরিবার গুলো এখন স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারছেনা। বাঁশের অতিরিক্ত দাম শিল্পের বাজারে ধস এসব কারনে পৈত্রিক পেশার ঐতিহ্য ধরে রাখছে কিছু পরিবার।
উপজেলার বিভিন্ন গ্রামে এ পেশায় থাকা লোকজনের সাথে কথা হয়। তাদের পূর্ব পুরুষদের পেশা ধরে রাখতে তাহারা সাজি, কুলা, ডালা, চালুন, খালুই, মুরগী আটকানো ঢাকনা, চাই, বুচনা ইত্যাদি নিজেদের হাতে তৈরী করছেন। তারা বলেন আসছে আমন মৌসুমে ধানঘরে তোলার সময় এর ব্যাবহার বেড়ে যায়। ফলে বর্তমানে বাজারে এর বিক্রি বেড়েছে।
কাউখালীর হাটে বাঁশ শিল্প বিক্রি করতে আসা নিমাই দাস জানান আগে সবাই দিনরাত পরিশ্রম করে কাজ করতাম কিন্তু এখন চাহিদা কম এবং লাভ কম হওয়ার পরেও বাপদাদার পেশা হিসেবে ধরে রেখেছি।