আনিকা কবির শখ। মডেল ও নৃত্যশিল্পী হলেও অভিনেত্রী হিসেবেই তিনি অধিক পরিচিত। তবে মাঝে কয়েকবছর পর্দায় তাকে খুব একটা যাওয়া যায়নি। বিরতি থেকে কাজে ফিরলেও ছিলেন অনিয়মিত। চলতি বছর পুরোপুরি কাজে মন দিয়েছেন এই অভিনেত্রী। কাজ করেছেন টিভি নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি নিজের কাজসহ নানা বিষয়ে কথা বলেছেন সমকালের সঙ্গে।
বেশ ক’বছর একেবারেই কাজে ছিলেন না। ফিরে কেমন লাগছে?
একেবারেই বিরতিতে ছিলাম বিষয়টা এমন না। তবে কাজে ফিরে ভালো লাগছে। এক কথায় অসাধারণ। পরিচিত জায়গায় ফিরতে পেরে অবশ্যই অন্যরকম ভালোলাগা কাজ করছে।
বিরতি কেনো নিয়েছিলেন?
দেখুন, ব্যক্তিগত কারণেই বিরতিতে ছিলাম। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আমি খুব বেশি কথা বলিনা। আর বলতেও চাইনা। কারণ, আমি কাজপাগল একটা মেয়ে। কাজটা নিয়েই থাকতে চাই।
২০২৪ সালটা শেষের পথে। কেমন গেল বছরটা?
কাজে ফেরার পর এই বছরটা আমার জন্য লাকি বছর বলা যেতে পারে। কারণ অভিনেত্রী, মডেলিং ও নৃত্য যেটাই বলেন না কেন এই বছরটায় আমি সবগুলো প্ল্যাটফর্মে কাজ করেছি। নিজেকে খুঁজে পেয়েছি। সবকিছু মিলে ভালো একটা বছর পার করলাম।
নতুন করে ফেরার পর কোন ধরণের কাজে ফোকাস দিচ্ছেন?
আমার কয়েকটি পরিচয়। আমি অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী। এই তিনটাই আমার কাছে সমান। এখানে একটাও বাদ দেওয়া সুযোগ নেই। এর মধ্যে যেটা পাবো সেটাতেই আমি কাজ করতে চাই। তবে ব্যতিক্রম চরিত্রে অভিনয় করা চেষ্টা করি। কারণ, কাজ করলে অনেক কাজই করা যায়। আমি কম কাজ করে মানটা ধরে রাখতে চাই। বর্তমানে ক্যারেকটার বেইজ চরিত্রের দিকে বেশি জোড় দিচ্ছি।
অভিনয়ের নতুন প্ল্যাটফর্ম ওটিটি। এই প্ল্যাটফর্মে কাজ নিয়ে আপনার ভাবনা কী?
নতুনত্ব সব সময়ই ভাল। এর মাধ্যমে কাজের বড় একটি ক্ষেত্র তৈরি হয়েছে। এই প্ল্যাটফর্মে সিনিয়র আর্টিস্টদের মূল্যায়ন করা হচ্ছে যা আগে ছিল না। এরই মধ্যে আমি ওয়েব জগতে পা রেখেছি। চলতি বছরেই দীপ্ত প্লেতে সেটা মুক্তি পেয়েছে। আরও বেশকিছু স্ক্রিপ্ট হাতে আছে। তার মধ্যে দুটি নিয়ে কয়েকবার মিটিংও হয়েছে। কয়েকদিনের মধ্যে একটির শুটিং শুরু করবো। আরেকটা এখানও চূড়ান্ত হয়নি।
শাকিব খানের সঙ্গেও সিনেমা করেছেন। এখন সিনেমায় কাজ করতে চান?
হ্যাঁ, শাকিব খানের সঙ্গে আমি সিনেমা করেছি। সত্যি কথা বলতে, যখন আমি সিনেমা করেছি তখন খুব বেশি আগ্রহ ছিল না। সেটা বেশ আগে। আর তখন সময়টাও ভালো ছিল না। কিন্তু এখন আমাদের সিনেমার ধরণ পাল্টে গেছে। ভালো ভালো সিনেমা হচ্ছে। সেই সঙ্গে এখন দর্শকও আমাকে চাচ্ছে। সিনেমার দিকে মনোযোগী হচ্ছি।
নতুন কোনো সিনেমা নিয়ে কি কথা হচ্ছে?
বেশকিছু সিনেমার প্রস্তাবও এসেছে। আমার কথা হল- এখন যদি সিনেমা করি তাহলে গল্প বেছে করব। কারণ, শুরুর দিকে দর্শক আমাকে দারুণভাবে গ্রহণ করেছে। এবারও যেন সেরকম হয়। এটা বলতে পারি, একটা বড় চমক আসছে। সেটা আপাতত বলা নিষেধ। ২০২৫ সালেই সবাই টের পাবে।
২০২৫ পরিকল্পনা?
এই বছর আমার কিছু পরিকল্পনা করা আছে। ২০২৫ সালের জন্য কিছু কাজের শুটিংও শুরু হয়েছে। সেগুলো করছি। নতুন বছর শুধু কাজে ফোকাস করতে চাই। এটুকু বলতে পারি, নতুন বছর দর্শক আমাকে একবারেই ভিন্নভাবে পাবে। আমিও সেরাটা দেওয়ার চেষ্টা করবো। বাকিটা সময়ের অপেক্ষা।