জেনারেটিভ এআই-ভিত্তিক চ্যাটবটের জনপ্রিয়তা যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেটা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। ২০২২ এর নভেম্বরে ওপেনএআই চ্যাটজিপিটি নিয়ে আসার পর থেকেই এআই প্রযুক্তি ভিত্তিক চ্যাটবট জনপ্রিয় হতে শুরু করে। এরপর গুগলের জেমিনি, মাইক্রোসফটের কোপাইলটের মতো আরও অনেকগুলো চ্যাটবট দেখেছে প্রযুক্তি বিশ্ব। অবশ্য চ্যাটবটের বাজারে এখন নতুন ট্রেন্ড হচ্ছে ‘ভয়েজ’ ফিচার যুক্ত করা।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস এক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে। নিজেদের ‘মেটা এআই চ্যাটবট’-এর ভয়েজ ফিচারে তাঁরা এবার যুক্ত করতে যাচ্ছে সেলিব্রিটি ভয়েজ। ইতোমধ্যেই ৫ জন সেলিব্রিটির ভয়েজ ব্যবহার করার জন্য তাঁদের সাথে চুক্তি সম্পাদনও করেছে মেটা।
চলতি সপ্তাহেই চুক্তি সম্পাদনের বিষয়টি মেটা ঘোষণা করতে যাচ্ছে বলে বিশ্বস্ত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। একই সূত্রের মাধ্যমে ৫ জন সেলিব্রিটির নামও জানতে পেরেছে রয়টার্স। মেটা এআই চ্যাটবটে ভয়েজ অপশন হিসেবে অন্যান্য জেনেরিক ভয়েজের পাশাপাশি এই ৫ জন সেলিব্রিটির ভয়েজও পাবেন ব্যবহারকারীরা।
সেলিব্রিটি এআই ভয়েজের খোঁজে মেটাসেলিব্রিটি এআই ভয়েজের খোঁজে মেটা
নিজেদের ভয়েজ ব্যবহারের অনুমতি দিয়ে মেটার সাথে চুক্তি করা সেলিব্রিটিরা হলেন বিখ্যাত জেমস বন্ড সিরিজের ‘এম’-খ্যাত অভিনেত্রী জুডি ডেঞ্চ, র্যাপার-কমেডিয়ান ‘অকুয়াফিনা’ (নোরা লাম), কমেডিয়ান কিগ্যান-মাইকেল কি, হলিউড অভিনেত্রী ক্রিস্টেন বেল এবং ডব্লিউডব্লিউই প্রফেশনাল রেসলার জন সিনা।
আগামীকাল (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া মেটা কানেক্ট ২০২৪ কনফারেন্সে প্রতিষ্ঠানটি তাঁদের চ্যাটবটে অডিও সক্ষমতার বিষয়টি ঘোষণা করতে পারে বলেই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। আমেরিকাসহ ইংরেজি ভাষাভাষী দেশগুলোতে এই সেলিব্রিটি ভয়েজগুলো চলতি সপ্তাহ থেকেই ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো মেটার বিভিন্ন অ্যাপ্লিকেশনে পাওয়া যাবে। চ্যাটজিপিটি’র মতো মেটার এই ডিজিটাল এআই অ্যাসিসট্যান্ট বর্তমানে ব্যবহারকারীদের আদেশ বা প্রম্পট অনুযায়ী টেক্সট ও ইমেজ জেনারেট করতে সক্ষম।
প্রতিষ্ঠানটি গত বছর থেকেই তাঁদের চ্যাটবটে তারকাদের যুক্ত করা নিয়ে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালিয়ে আসছে। তবে প্যারিস হিল্টন, স্নুপ ডগের মতো তারকাদের টেক্সট-ভিত্তিক ‘ক্যারেক্টার’ ভার্সন তৈরির উদ্যোগটি ব্যবহারকারীদের মাঝে জনপ্রিয়তা অর্জনে আশানুরূপ সফলতা পায়নি। এরপর থেকেই মেটা এআই স্টুডিও প্রোডাক্ট তৈরিতে মনোনিবেশ করে যেটা ব্যবহার করে কনটেন্ট নির্মাতারা তাদের নিজেদের চ্যাটবট ভার্সন তৈরি করতে সক্ষম হবে।
উল্লেখ্য, দু’দিনের এই কানেক্ট কনফারেন্সে মেটা তাঁদের অগমেন্টেড-রিয়েলিটি (এআর) গ্লাসের প্রথম ভার্সনটি উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অন্যান্য হার্ডওয়্যার ডিভাইস যেমন রে-ব্যান মেটা স্মার্ট গ্লাস নিয়েও নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা এই ইভেন্টে জানানোর কথা তাদের। মেটার বিভিন্ন পণ্যের মধ্যে রে-ব্যান স্মার্ট গ্লাসেই সর্ব প্রথম তাঁদের এআই চ্যাটবটের অডিও ভার্সনটি যুক্ত করা হয়।
কানেক্ট কনফারেন্সে মেটা তাঁদের অগমেন্টেড-রিয়েলিটি (এআর) গ্লাসের প্রথম ভার্সনটি উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে। ছবিসূত্র: রয়টার্স
গত সপ্তাহে মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকার্বার্গ রেসলার জন সিনাকে নিয়ে ইন্সটাগ্রামে একটি প্রোমোশনাল ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে জাকার্বার্গ ও সিনাকে রে-ব্যান মেটা গ্লাস পরিহিত অবস্থায় অন্যান্যদের সাথে বিভিন্ন স্টান্টে অংশ নিতে দেখা যায়।
এআই-এর বাজারে মেটা এই মুহুর্তে জেনারেটিভ এআই-ভিত্তিক বিভিন্ন পণ্য তাঁদের ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিচ্ছে। এক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া জায়ান্টকে শক্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে জনপ্রিয় এআই চ্যাটবট মাইক্রোসফট-সমর্থিত চ্যাটজিপিটি এবং গুগল জেমিনির কাছ থেকে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসেই ওপেনএআই একই ধরণের অডিও ফিচার নিয়ে এসেছে তাঁদের চ্যাটবটে। যদিও শুরুতেই হোঁচট খেতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। স্কারলেট জোহানসন মেটার বিরুদ্ধে অনুমতি না দেওয়া স্বত্বেও তাঁর ভয়েজ ব্যবহার করার অভিযোগ আনেন।
নিজেদের এআই চ্যাটবটে এধরণের সমস্যা এড়াতেই মেটা তাই সেলিব্রিটিদের সাথে প্রফেশনাল চুক্তি করার পথেই হেঁটেছে। এবার দেখার বিষয় মেটা এআই চ্যাটবটে ‘সেলিব্রিটি ভয়েজ’ যুক্ত করার ফিচারটি ব্যবহারকারীদের মাঝে কতটা জনপ্রিয় হয়ে উঠে।