দেড় লাখ টাকা মূল্যের মালামালসহ গতকাল ভোরে বটিয়াঘাটা থানা পুলিশের হাতে পাকড়াও হয়েছে চোর। পূর্বহালিয়া গ্রামের পশুর নদীর তীরে শ্মশান ঘাট থেকে লোহার এসব পূরাতন মালামাল উদ্ধার হয়। এ সময় পূর্ব হালিয়া গ্রামের মৃত চিত্তরঞ্জন মন্ডলের পুত্র চন্দন মন্ডল (২৮) চোরাই মালামালসহ গ্রেফতার হয়। তার নিকট থেকে ৫ হাাজর ৫০০ কেজি পুরাতন লোহার বিভিন্ন মালামাল উদ্ধার হয়। এসময় আরও সাত চোর পালিয়ে যেতে সক্ষম হয়। এ নিয়ে গত দেড় মাসে প্রায় ১১ লাখ টাকার মালামালসহ ১০ চোর গ্রেফতার হলো।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার শেষ রাতে বটিয়াঘাটা থানার ভান্ডারকোট ক্যাম্পের এসআই প্রভাষ চন্দ্র সাহা সঙ্গীয় ফোর্সসহ নোইলতলা বাজারে কর্তব্য পালন করতে ছিলেন। এসময় জানতে পারেন, পূর্বহালিয়া গ্রামের শ্মশান ঘাটে একদল চোর লোহার মালামাল জমা করে পাচারের অপেক্ষায় আছে। তিনি ফোর্সসহ দ্রুত মটর সাইকেল যোগে ঘটনা স্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালাবার চেষ্টা করে। এসময় রেলের পাটি, লোহার রড়, বিভিন্ন লোহার পাইপসহ চন্দন ধরা পড়লেও অন্যরা পালিয়ে যায়। চন্দনের স্বীকারোক্তিমতে আরও ২জনসহ আজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে বুধবার মামলা রেকর্ড হয়। মামলা নম্বর ১১ তারিখ ২৭/১১/২৪।
উল্লেখ্য গত ৩১ অক্টোবর ভোরে খারাবাদ বাইনতলা ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপরে একটি হলুদ রংয়ের লুলু ট্রাক রেখে ৫ জন লোক পুরাতন লোহা উঠাতে থাকে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে যেয়ে বাইনতলা ক্যাম্প ইনচার্জ এসআই প্রদীপ সরকারসহ তার সঙ্গিয় ফোর্স তাদের ধরে ফেলেন। এসময় রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের আওরঙ্গজেব শেখ এর পুত্র সৌরভ শেখ (২৯), বটিয়াঘাটার মজিদঘাটা গ্রামের আজিবর গাজীর পুত্র নুর মোহাম্মদ গাজী (৩২), লক্ষিখোলা গ্রামের একরাম মলঙ্গীর পুত্র ইছাহক মোলঙ্গী (২২), রামপাল থানার বর্ণি গ্রামের মাসুদ মল্লিকের পুত্র শামীম মল্লিক (২৬) গ্রেফতার হয়। এসময় একই গ্রামের অপর আসামী বাচ্চু শেখের পুত্র বাদশা শেখ (২৮) পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের নিকট থেকে এসময় লোহার তৈরী বিভিন্ন মালামাল যার ওজন ২,৫৫০ কেজি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৮৯ হাজার ২৫০ টাকা। একাজে ব্যবহৃত লুলু ট্রাকের মূল্য ধরা হয়েছে সাড়ে চার লাখ টাকা।
উল্লেখ্য সম্প্রতি হেতালবুনিয়া গ্রামের স্লিন্দামারী মোড় থেকে একই ভাবে লোহার পুরাতন মালামালসহ একটি ট্রাক আটক হয়। ট্রাকসহ জব্দকৃত মালামালের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। গ্রেফতার হয় ২ জন। এর পরে সুন্দরমহল গ্রামে চুরির অভিযোগে চোরাই মালামালসহ ৩ চোর আটক হয়।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা খায়রুল বাশার বলেন, একটি চোরচক্র রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ গ্রাম-গঞ্জের বিভিন্ন লোহার তৈরী পুরাতন মালামাল চুরি করে ট্রাকযোগে শহর অভিমুখে নেয়ার চেষ্টা করে। পুলিশের তৎপরতার কারণে তারা ধরা পড়ছে। তিনি বলেন, বটিয়াঘাটা থানাসহ দুটি পুলিশ ক্যাম্পের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। তারা যথাযথ ভাবে তাদের কর্তব্য পালন করে চলেছেন।
Leave a comment