‘পাঠান’ দিয়ে হারানো সাম্রাজ্য ফিরে পেয়েছিলেন শাহরুখ খান। রুপালি পর্দায় তাঁর সঙ্গে দীপিকা পাডুকোনের রসায়নে আরও একবার মুগ্ধ হয়েছিলেন দর্শক। বক্স অফিসে হাজার কোটির ক্লাবে জায়গা করে নিয়েছিল ছবিটি। এবার আসছে এর সিক্যুয়েল ‘পাঠান ২’।
এ নিয়ে সম্প্রতি কথা বলেছেন চিত্রনাট্যকার-নির্মাতার আব্বাস টায়ারওয়ালা। যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবির সংলাপ লিখেছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দ্বিতীয় কিস্তির গল্পও লিখেছেন আব্বাস। এখন চলছে সংলাপ লেখার কাজ। তবে ছবিতে খলনায়কের চরিত্রে কে কিংবা পরিচালনা কে করবেন, তা খোলসা করেননি আব্বাস। যদিও এটা নিশ্চিত যে, সিক্যুয়েলের পরিচালনায় থাকছেন না সিদ্ধার্থ আনন্দ। কেননা তাঁর হাতে রয়েছে শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবির কাজ। ফলে অন্য কারও হাতেই উঠতে পারে ‘পাঠান ২’ পরিচালনার দায়ভার।
এ ছাড়া কবে নাগাদ সিক্যুয়েলটি মুক্তি পাবে—সে ব্যাপারেও কোনো কিছু প্রকাশ করেননি আব্বাস।
এদিকে, শাহরুখের ‘কিং’ ছবিটির ব্যাপারেও জানিয়েছেন এই চিত্রনাট্যকার। সেটিরও সংলাপ লেখার কাজ শুরু করেছেন তিনি। সুজয় ঘোষের সঙ্গে এটাই শাহরুখের প্রথম ছবি। স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে শাহরুখ-অনুরাগীদের মাঝে। এছাড়া এটি সুহানা খানেরও প্রথম ছবি হতে চলেছে। বাবা ও মেয়েকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।
প্রসঙ্গত, অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ নামের একটি ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় থাকতে পারেন শাহরুখ খান। এই মুহূর্তে চলছে শুটিং। আবার এই ইউনিভার্সের ‘আলফা’ ছবিতেও একঝলক দেখা দিতে পারেন শাহরুখ।