সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তির শেষ বছরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী জুনে চুক্তি শেষ হবে তার। ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়নের গুঞ্জন আছে সিআরসেভেন-এর। আবার শোনা যাচ্ছে, নেইমারের অভাব পূরণ করতে আল হিলালে যোগ দিতে পারেন তিনি।
এর মধ্যেই সামনে এলো তার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাওয়ার সম্ভাবনার আলাপ। ২০১৮ সালে কোচ এরিক টেন হ্যাগ পছন্দ না করায় ওল্ড ট্রাফোর্ড ছাড়তে হয় রোনালদোর। ওই কোচ এখন রেড ডেভিলস শিবিরে নেই। তার জায়গায় কোচ হয়ে এসেছেন পর্তুগালের রুবেন আমোরিম।
রোনালদো এবং আমোরিম আবার একসঙ্গে পর্তুগালের জার্সিতে খেলেছেন। সমবসয়ী হওয়ায় একসঙ্গে পর্তুগালের বয়সভিত্তিক দলেও ছিলেন। বন্ধুর অধীনে রোনালদো কী মৌসুম শেষে ম্যানইউ’তে ফিরবেন? এমন প্রশ্নে রোনালদোর সাবেক ম্যানইউ সতীর্থ লুইস সাহা বলেছেন, সুযোগ হলে রোনালদো ওল্ড ট্রাফোর্ডে ফিরতে চাইবেন।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, সম্মানিত হবে এমন সুযোগ আসলে রোনালদো ফিরতে পছন্দ করবে। তাকে খুব বাজেভাবে ক্লাব ছাড়তে হয়েছিল, যেটা ঠিক হয়নি। আমোরিমের সঙ্গে রোনালদোর বন্ধুত্ব আছে। অবশ্য বন্ধুত্বের খাতিরে রোনালদোকে দলে ডাকবেন না কোচ। যদি মনে হয় রোনালদো সাহায্য করতে পারবে তবেই ডাকবেন। সুযোগ থাকলে রোনালদো নিশ্চয় ফিরবে।’
রোনালদোর বয়স হয়ে গেছে ৩৯ বছর। আগামী ফেব্রুয়ারিতে ৪০তম জন্মদিন পালন করবেন তিনি। এমন একজনকে নতুন প্রজেক্ট শুরু করা ম্যানইউ পুনরায় চুক্তি করবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এমনকি রোনালদোও নিশ্চিত নন, কতদিন তিনি ফুটবল খেলে যাবেন। ক’দিন আগেই তো বলেছেন, ১০০০ গোল অনেক দূর মনে হচ্ছে তার।