চলমান বন্যা পরিস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, কর্মচারী একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেই এই তথ্য জানিয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
বন্যার্তদের ১ দিনের বেতন দেবেন আসিফের দুই মন্ত্রণালয় সংশ্লিষ্টরা
আসিফ মাহমুদ লেখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, কর্মচারীগণ ১ দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন।
ফেসবুক পোস্টে তিনি দেশের এই সংকটকাল উত্তরণে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান।