বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি নিয়ে ভক্তদের উন্মাদনাটা দেখার মতো। এই উন্মাদনা জিইয়ে রাখতে তিনি একটু একটু করে উন্মোচন করছেন ছবিটির আবরণ। তারই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে মুক্তিপ্রতীক্ষিত এ সিনেমার গান ‘বেশরম রঙ’।
গানটিতে সুঠামদেহী শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। ভারতের দর্শকের মন ভরে গেছে তাদের রসায়নে। কিন্তু গানটি সন্তুষ্ট করতে পারেনি বাংলাদেশের দর্শকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছে তারা।
বলিউড বিষয়ক ফেসবুক গ্রুপগুলোতে নেটিজেনদের অনেকেই ‘বেশরম’ গানটি নিয়ে মত প্রকাশ করতে গিয়ে দীপিকার মুণ্ডুপাত করেছেন। একজন তার সমালোচনা করে লিখেছেন, “দীপিকাকে আমার কোনো কালেই বোল্ড লুকে ভালো লাগে না।এবারও লাগে নি। ‘বেশরম রঙ’ গানে তাকে দেখে মনে হয়েছে বাঁশে কেউ বিকিনি পরিয়ে দিয়েছে। কোনো দিক থেকে তাকে আবেদনময়ী লাগেনি। দেখলে বলা যায় উফ কী জোশ, এমন কোনো ফিলই আসে না। পুরোটাই ফিকে ফিকে লেগেছে আমার।”
‘বেশরম রঙে’র সমালোচনা করে দেওয়া অন্য পোস্টে দীপিকাকে নিয়ে এক নেটিজেন লিখেছেন, ‘দীপিকা এমনিই সুন্দর। বোল্ড লুক হলেও ওর আচরণে কামনার চেয়ে মোচড়া মুচড়ি বেশি মনে হলো কেন জানি।’
কেউ কেউ গানটিতে শাহরুখেরও সমালোচনা করেছেন। এক নেটাগরিক এ প্রসঙ্গে লিখেছেন, ‘শাহরুখকে তার ক্যারিয়ারে কোনো গানে এত অপ্রয়োজনীয় মনে হয়নি। দীপিকার কথা বাদ-ই দিলাম।’
‘পাঠান’ মুক্তি পাবে নতুন বছরের জানুয়ারিতে। এরইমধ্যে ছবিটির টিজার প্রকাশ পেয়েছে। শাহরুখের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’। এটি মুক্তি পেয়েছে ২০১৮ সালে। চার বছর পর পাঠান হয়ে ফের পর্দায় আসছেন তিনি।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত