প্যারিস অলিম্পিকে বাছাইপর্ব থেকে বাদ পড়েছেন বাংলাদেশের শুটার রবিউল ইসলাম। ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নিয়ে ৪৩তম হয়েছেন তিনি। এই ইভেন্টের বাছাইপর্বে অংশ নেন ৪৯ জন।
রোববার প্যারিসের শাতুহু শুটিং সেন্টারে বাছাইপর্বে ৬২৪.২ স্কোর তোলেন রবিউল। সেরা হয়েছেন চীনের লিহাও শিংলে। তিনি ও দ্বিতীয় অবস্থানে থাকা আর্জেন্টাইন শুটার মার্সেলো হুলিয়ান গুতিরেজ সমান ৬৩১.৭ পয়েন্ট তুলেছেন।
বাছাইপর্বে অংশ নেওয়া ৪৯ জনের মধ্যে সেরা আটজন পদকের জন্য লড়াই করবেন। প্যারিসে যাওয়ার আগে রবিউল বলেছিলেন, তার লক্ষ্য সেরা আটে থাকা। কিন্তু দেশে নেওয়া প্রস্তুতি যে অলিম্পিকের মতো আসরে সেরা আটে থাকার জন্য যথেষ্ট নয় তা বুঝেছেন তিনি।