বাংলাদেশকে হারিয়ে পাকিস্তানের টুর্নামেন্ট শুরু করার ব্যাপারটিতে অবাক হওয়ার মতো বিষয় ছিল না তেমন কিছুই। কিন্তু একদিনের ব্যবধানে নিউজিল্যান্ডকে ওদের ঘরের মাঠে হারিয়ে অবাকই করেছে বাবর আজমের দল। ব্যাটিং-বোলিং দুই ডিপার্টমেন্টেই আজ শনিবার ব্ল্যাকক্যাপসদের কোনো সুযোগ দেয়নি পাকিস্তান। দাপুটে জয়ে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে শীর্ষস্থান নিশ্চিত করেছে ১০ বল বাকি রেখেই।
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচ জিতিয়েছেন বাবর আজম। ৫৩ বলে ১১ চারে ৭৯ রান করেছেন পাকিস্তান অধিনায়ক।
