পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ। উইকেটের হিসাবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ৮ উইকেটে জেতে বাংলাদেশে। টেস্টে উইকেটের হিসেবে যা ছিল আগের সবচেয়ে বড় জয়।পাকিস্তান ঘরের মাঠে এর আগে কখনও ১০ উইকেটে হারেনি। টেস্টের দীর্ঘ ইতিহাসে ঘরের মাঠে পাকিস্তানকে সেরা হারের লজ্জা দিয়েছে বাংলাদেশ।
এছাড়া রাওয়ালপিন্ডি টেস্টে বেশ কিছু রেকর্ড হয়েছে। পাকিস্তান চতুর্থবার টেস্টে ইনিংস ঘোষণা করার পরও হারের স্বাদ পেয়েছে। এর আগে ২০১৬ সালে মেলবোর্নে ইনিংস ঘোষণা করেও হেরেছিল পাকিস্তান।পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৬৫ রান তোলে। টেস্টে বাংলাদেশের যা তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ৬৩৮। ২০১৩ সালে গলে ওই রান করেছিল টাইগাররা। ওলিংটনে ২০১৭ সালে করেছিল ৫৯৫ রান।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে ১৪ টেস্ট খেলে প্রথমবার জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ১২ ম্যাচে হেরেছে বাংলাদেশ। যার মধ্যে ছয়টি ইনিংস হার। বাংলাদেশ টেস্ট খেলুড়ে দলের মধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়া সবার বিপক্ষে জয় পেয়েছে।