পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের রেকর্ড জয়ের পর দ্বিতীয় টেস্টে জিতেছে ৬ উইকেটের বড় ব্যবধানে।
সিরিজের দুই ম্যাচেই বড় জয় পেলেও বাংলাদেশের টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি। আগের মতোই টেস্টে ৯ নম্বরে আছে। তবে বেড়েছে গুরুত্বপূর্ণ ১৩ রেটিং। যা র্যাঙ্কিংয়ে ৮ এ থাকা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পার্থক্য কমিয়েছে।টেস্টে পাকিস্তানের রেটিং ৭৬। এক ধাপ নিচে থাকা বাংলাদেশের রেটিং ৬৬। বাংলাদেশ ও পাকিস্তানের ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭।
টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তান স্মরণকালের বাজে অবস্থানে নেমে গেছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে ছিল পাকিস্তান। সেথান থেকে ৮ নম্বরে নেমে গেছে শান মাসুদের দল। ১৯৫২ সালে টেস্ট মর্যাদা পাওয়া পাকিস্তান। শুরুতে পর্যাপ্ত ম্যাচ না পাওয়ায় র্যাঙ্কিংয়ে জায়গা হয়নি তাদের। র্যাঙ্কিং টেবিলে ঢুকে ১৯৬৫ সালের পর কখনও এতো নিচে নামেনি তারা। র্যাঙ্কিংয়ে পাকিস্তান দুই ধাপ নিচে নামায় এক ধাপ করে উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় পাকিস্তানের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে। পাকিস্তান এই সিরিজে ৩ জরিমানা পয়েন্টসহ ২৫ পয়েন্ট হারিয়েছে। তাদের বর্তমান পয়েন্ট ২৪। সামনে ঘরের মাঠে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এবং অ্যাওয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ রয়েছে পাকিস্তানের। তিন সিরিজের ৭ ম্যাচে জিতলেও লর্ডসে জুনের ফাইনালে যেতে পারবেন না শান মাসুদ-বাবর আজমরা।