ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের আগে ট্যুরে বেরিয়েছে ট্রফি। ১৬ থেকে ২৮ নভেম্বর পাকিস্তান ও আফগানিস্তান সফর সম্পন্ন করে চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশে। মঙ্গলবার এই ট্রফির বাংলাদেশে ট্যুরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ট্রফিটি ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। বুধবার কক্সবাজারে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী হবে। লাবেনি পয়েন্ট সৈতকের সীমান্ত সম্মেলন কেন্দ্রের সামনে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভক্তরা এই ট্রফি দেখতে পারবেন।
এরপর ঢাকায় ফিরবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফি দেখার সুযোগ থাকবে। ১৩ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় নারী ও পুরুষ দলের খেলোয়াড়, সাবেক ক্রিকেটার, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, ক্রিকেট সংগঠক ও সাংবাদিকদের জন্য ট্রফি প্রদর্শনী হবে।
সাত বছর পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে ফিরছে। ১৫ ম্যাচের টুর্নামেন্টটি হবে পাকিস্তানে। তবে আসর নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। টুর্নামেন্ট খেলতে পাকিস্তান সফরে যাবে না ভারত। তারা হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে। পিসিবি ওই মডেলে রাজি হয়েছে। তবে পাল্টা কিছু শর্তও দিয়েছে তারা। যা নিয়ে পিসিবি, বিসিসিআই ও আইসিসি এখনো সমঝোতায় আসতে পারেনি।