প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ চেয়ারম্যান ও ড. মোঃ আলম হোসেন সাধারণ সম্পাদক
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি খুলনা শাখার কমিটি গঠন করা হয়েছে। ২০২২-২০২৩ সালের জন্য গঠিত কমিটিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. রামেশ্বর দেবনাথকে চেয়ারম্যান ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আলম হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সোসাইটি গঠন কমিটির আহ্বায়ক রেজাউল করিম ও সদস্য-সচিব আব্দুর রহমান খান জিহাদ স্বাক্ষরিত এক পত্রে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আরও রয়েছেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মফিজুর রহমান, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম, সদস্য প্রফেসর ড. পিন্টু চন্দ্র শিল, প্রফেসর ড. সৈয়দ মো. গালিব, সৈয়দ মাহফুজ পারভেজ, এস এম মহিদুল ইসলাম, প্রফেসর সুজিত কুমার মণ্ডল, প্রফেসর ড. মুহাম্মদ আমিনুল হক আখন্দ, মোঃ হোসেন আলী ফয়জুল, কাজী রিফাত হাসান, ইঞ্জিনিয়ার শেখ মওদুদুল হক শোভন, এ কে এম ফয়জুল ইসলাম ও জিএম সালমান এ-মেহবুব।