প্যারিসে অলিম্পিক উপভোগ করছেন মার্কিন গায়িকা লেডি গাগা। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন তিনি। এখন বিভিন্ন ডিসিপ্লিনের খেলা উপভোগ করছেন এই গায়িকা। গত রোববার সাঁতার প্রতিযোগিতা দেখতে গিয়ে দিয়েছেন বিয়ের ইঙ্গিত। অর্থাৎ দীর্ঘদিনের প্রেমিক মাইকেল পোলানস্কির সঙ্গে বাগদান সেরেছেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী লেডি গাগা।
লেডি গাগা ও পোলানস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল। রোববার টিকটকে ভিডিওটি পোস্ট করে ফ্রান্সের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘দুর্দান্ত পরিবেশনার জন্য ধন্যবাদ, লেডি গাগা।’
ভিডিওতে দেখা গেছে, পোলানস্কিকে বাগদত্তা হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন লেডি গাগা। তবে বিষয়টি নিয়ে বক্তব্য জানতে লেডি গাগার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পায়নি পিপল।
পোলানস্কি পেশায় একজন উদ্যোক্তা। ২০২০ সাল থেকে তাঁর সঙ্গে প্রেম করছেন ৩৮ বছর বয়সী লেডি গাগা। এর আগে দীর্ঘদিনের প্রেমিক ক্রিশ্চিয়ান ক্যারিনোর সঙ্গেও বাগদান সেরেছেন লেডি গাগা। তবে ২০১৯ সালে সেই সম্পর্ক ভেঙে গেছে।