ইংল্যান্ডের ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হ্যারি ব্রুক। ২৬ বছর বয়সী এই ব্যাটার জস বাটলারের জায়গায় দায়িত্ব পালন করবেন।
বাটলারের ইনজুরিতে ব্রুক এর আগে পাঁচ ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। তবে নিয়মিত অধিনায়ক হিসেবে তিনি যাত্রা শুরু করবেন আগামী মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ দিয়ে।
বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেন, ‘হ্যারি শুধু অসাধারণ ক্রিকেটার নয়, একজন দারুণ ক্রিকেট মস্তিষ্কের অধিকারী। তার লক্ষ্য পরিষ্কার, যা দলকে দ্বিপাক্ষিক সিরিজসহ বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্ট জিততে সহায়তা করবে।’
সাদা বলে ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পেয়ে ব্রুকও আনন্দিত, ‘সাদা বলে ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পাওয়া সম্মানের। শৈশবে ইয়র্কশায়ার ও ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। দলকে নেতৃত্ব দেওয়ার কথাও ভাবতাম। আমাকে ওই সুযোগ দেওয়ায় গর্বিত। ইংল্যান্ড প্রতিভায় ভরপুর, তাদের নিয়ে সিরিজ, বিশ্বকাপসহ বড় ইভেন্ট জিততে চাই।’