চট্টগ্রামে বাধার মুখে শোরুম উদ্বোধন করতে পারেননি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শনিবার নগরের রিয়াজউদ্দিন বাজারের আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল তাঁর। কিন্তু এর আগেই তাঁকে নিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে, প্রতিরোধের হুঁশিয়ারি দেয় ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’।
শোরুম উদ্বোধনের কথা জানিয়ে এর আগে ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওবার্তা দেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। তিনি ভক্তদের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।
মেহজাবীনের এই ঘোষণার পর থেকেই চট্টগ্রাম নগরজুড়ে শুরু হয় নানা আলোচনা। তাঁকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানারে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়। এই ব্যানার বিভিন্ন ব্যবসায়ী নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। এতে লেখা, ‘খুকি লাইফস্টাইল নামের শোরুম চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরীকে নিয়ে উদ্বোধনের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শোরুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে ব্যবসায়ী ও তাওহীদি জনতা তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।’ জানা গেছে, এসব বিষয় জানার পর চট্টগ্রামে পৌঁছালেও মেহজাবীন শোরুম উদ্বোধনে যাননি।
খুকি লাইফস্টাইল শোরুমের ব্যবস্থাপক ইমদাদ হোসেন বলেন, ‘অভিনেত্রী মেহবাজীনকে দিয়ে আমাদের শোরুম উদ্বোধনের কথা ছিল। সেই মতো আয়োজনও ছিল। কিন্তু রাজনৈতিক সমস্যার কারণে উনি আসতে পারেননি। ওনাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান করেছি। এর বেশি কিছু বলতে পারছি না।’