করোনাভাইরাস বৃদ্ধিতে সরকার লকডাউন ঘোষণার পরই স্থগিত করা হয়েছে মেয়েদের ফুটবল লিগ। লিগ বন্ধ হলেও বাফুফে বন্ধ করেনি মেয়েদের আবাসিক ক্যাম্প। ৫৩ ফুটবলার নিয়ে চলছে অনুশীলন।
এবার ঈদে ছুটি পাচ্ছেন না মেয়েরা। সাবিনা, মৌসুমী, সানজিদাদের বাফুফে ভবনেই ঈদ উদযাপন করতে হবে। বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘কোভিডের এ অবস্থায় আমরা মেয়েদের ছুটি দিচ্ছি না। তারা ক্যাম্পেই ঈদ করবে।’
মূলতঃ স্বাস্থবিধিকে গুরুত্ব দিয়েই মেয়েদের ঈদে ছুটি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। মহিলা উইংয়ের চেয়ারপার্সন ও বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ জাগো নিউজকে জানিয়েছেন, ‘এখনো করোনা পরিস্থিতি স্বাভাবিক নয়। মেয়েরা এখন ভালো একটা অবস্থায় আছে ক্যাম্পে। এমন সময় তাদের ছুটি দিলে বাড়িতে গেলে ঝঁকি থাকেই। তাই স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিয়ে আমরা তাদের ক্যাম্পেই রাখছি। আমি নিজে তাদের সঙ্গে ঈদ উদযাপন করবো বাফুফে ভবনে।’
ঈদের পর ১৯ মে থেকে নারী লিগ শুরু হওয়ার কথা। তখন ক্যাম্পের যে ফুটবলারার প্রিমিয়ার লিগের ক্লাবে আছেন তারা নিজ নিজ দলে যোগ দেবেন। অন্যদের নিয়ে ক্যাম্প চলবে।