মঞ্চ ও টেলিভিশনে অভিনয়ে ৪০ বছর পার করেছেন ফারুক আহমেদ। তবে অভিনয় জীবনের হুমায়ূন আহমেদের নাটক দিয়ে দর্শকমহলে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন তিনি। সেই সুবাদেই হুমায়ূন আহমেদের সঙ্গে সম্পর্কও ছিল নিবির। এবার হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূনের হাত ধরে ক্যামেরার সমানে দাঁড়ালেন এই অভিনেতা।
ফারুক আহমেদ সমকালকে জানান, নাটক নয়, নুহাশের হাত ধরে বিজ্ঞাপনের শুটিং করছেন তিনি। আজ গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে। তাঁর সঙ্গে আরও রয়েছেন আরও দুই জনপ্রিয় অভিনেতা ডা. এজাজ, স্বাধীন খসরু।
নুহাশ হুমায়ূনের সঙ্গে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে ফারুক আহমেদ বলেন, ‘হুমায়ূন আহমেদের কারণেই আমার আজকের জনপ্রিয়তা। তাঁর সঙ্গে বহু নাটকে কাজ করেছি। এবার তাঁর ছেলের সঙ্গে কাজ ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। নুহাশের নির্মাণে হাত অসম্ভব সুন্দর। বাবার পর ছেলের সঙ্গে কাজ করছি। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।’
ফারুক আহমেদ, ডা. এজাজ ও স্বাধীন খসরু
ফারুক আহমেদ বলেন, ‘মূলত বিজ্ঞাপনের জন্য আমাদের এক করেছেন নুহাশ। একসঙ্গে পাঁচটি বিজ্ঞাপন হবে। এই কাজের জন্য স্বাধীন খসরু লন্ডন থেকে সম্প্রতি দেশে এসেছেন। আপাতত নাটক নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। দর্শক যদি যেভাবে চান তাহলে নাটকে কাজ হবে।’
হুমায়ূন আহমেদের ‘তারা তিনজন’, ‘তারা তিনজন টি-মাস্টার’, ‘তারা তিনজন ঝামেলায় আছে’, ‘তারা তিনজন হে পৃথিবী বিদায়’, ‘তারা তিনজন ফুচকা বিলাস’, ‘আবারো তিনজন’, ‘আমরা তিনজন’ নাটকে অভিনয় করেছেন ফারুক আহমেদসহ ডা. এজাজ ও স্বাধীন খসরু। যার সবগুলোই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। ‘তারা তিনজন’ নাটকে ডা. এজাজ ও ফারুক আহমেদের ভাগনে চরিত্রে অভিনয় করেন স্বাধীন খসরু।
১১ বছর পর নুহাশ হুমায়ূনের ‘ওরা তিনজন’ বিজ্ঞাপনে তেমনই চরিত্রে থাকছেন তারা