মাগুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কে সদরের ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদরের পারনান্দুয়ালী গ্রামের ওয়াসিম ও মাঝাইল গ্রামের লিমন।
হাইওয়ে ফাঁড়ি পুলিশের এসআই শাহজালাল জানান, সকালে দুই যুবক মোটরসাইকেলে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। পথে ছোট ব্রিজের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই যুবক মারা যান।
মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এসআই।
পিএসএন/এমঅাই

