সম্প্রতি দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন বিএনপির ছেড়ে দেওয়া ছয় সংসদ সদস্য। এছাড়াও একটি সংরক্ষিত আসনও রয়েছে ছেড়ে আসার মধ্য। সরাসরি ভোটের আসনগুলোর মধ্যে চারটিতে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে পার্টির মনোনয়ন বোর্ড কর্তৃক বাছাই করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
জাতীয় পার্টির মনোনয়ন পাওয়া চার প্রার্থী হলেন— হাফিজ উদ্দিন আহম্মেদ (ঠাকুরগাঁও-৩), মো. নূরুল ইসলাম ওমর (বগুড়া -০৬), শাহীন মোস্তফা কামাল (বগুড়া-৪), মো. রেজাউল ইসলাম ভূইয়া (ব্রাহ্মণবাড়িয়া-২)।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
তিনি জানান, মনোনয়ন বোর্ড কর্তৃক চারটি আসনের জন্য চূড়ান্তভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে।
গত ১১ ডিসেম্বর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির ছয় এমপি। এর মধ্যে হারুনুর রশিদ বিদেশে থাকায় তার পদত্যাগপত্র ওই দিন গৃহীত হয়নি।
পরে তিনি দেশে ফিরে পদত্যাগপত্র দিলে তার আসনও শূন্য ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত