বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের চতুর্থ এবং ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার তৃতীয় মৃত্যুবার্ষিকী শুক্রবার। তরিকুল ২০১৮ ও খোকা ২০১৯ সালের ৪ নভেম্বর মৃত্যুবরণ করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং উভয় নেতার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জুরাইন কবরস্থানে সাদেক হোসেন খোকার কবর জিয়ারত এবং বাদ আসর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া যশোরে তরিকুল ইসলামের কবর জিয়ারতসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক বাণীতে দুই নেতার রুহের মাগফিরাত কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পিএসএন/এমঅাই