বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী মঙ্গলবার (২৪.০৯.২০২৪ খ্রি.) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তাঁর বয়স ছিল ৬৮ বছর।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনমুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী রুহুল আমিন গাজী সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে যেভাবে নিরলস কাজ করেছেন, সেটি তার সতীর্থ সাংবাদিকরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেন বলে আমাদের বিশ্বাস। জেল-জুলুম সহ্য করেও মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে তার সাহসী উচ্চারণ দেশের মানুষের নিকট প্রশংসিত ছিলো। বারবার রাজ রোষে পড়া সত্বেও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী সর্বদা গণতন্ত্রের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করতে দ্বিধা করেননি। নেতৃবৃন্দ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতেখুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ
সিনিয়র এডিটর
Leave a comment
সর্বশেষ
- Advertisement -