আজ থেকে অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। দেশটির ঘরোয়া এই ২০ ওভারের প্রতিযোগিতায় বিগ ব্যাশের দলগুলোর সঙ্গে খেলবে বাংলাদেশ এইচপি, পাকিস্তান শাহীনস। মোট ৯টি দল খেলবে এই টুর্নামেন্টে। এখানে খেলবে পাঁচবারের বিগ ব্যাশ লিগ (বিবিএল) চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং তাসমানিয়ান টাইগার্স।
৯ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের নেতৃত্ব দেবেন আকবর আলি। তার নেতৃত্বে লিগ পর্বে বাংলাদেশ ৬টি ম্যাচ খেলবে ভিন্ন-ভিন্ন দলের বিপক্ষে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে মেলবোর্ন রেনেগেডস একাডেমির বিপক্ষে, ১১ আগস্ট তারিখে সকাল ৬:৩০ মিনিট।
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ১২ আগস্ট হোবার্ট হারিকেন্সের বিপক্ষে দুপুর ২:৩০ মিনিটে। ১৪ আগস্ট সকাল ৯:৩০ মিনিটে অ্যাডিলেড স্ট্রাইকার্স, ১৫ আগস্ট সকাল ৯:৩০ মিনিটে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, পরদিন দুপুর ২:৩০ মিনিটে পাকিস্তান শাহীনস, ও ১৭ আগস্ট পার্থ স্কর্চার্সের বিপক্ষে সকাল ১০:৩০ মিনিটে খেলবে বাংলাদেশ।
রাউন্ড রবিন পর্বে ২৭টি খেলা হবে ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত। টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। বাংলাদেশ এইচপি দল অস্ট্রেলিয়া ত্যাগ করবে ১৯ আগস্ট।
বাংলাদেশ এইচপি স্কোয়াড: তানজিদ হাসান তামিম, জিশান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলি (অধিনায়ক), ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি (সহ অধিনায়ক), আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল, মারুফ মৃধা।