খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে ‘এক্সিলিং ইন জার্নাল পেপার রাইটিং- এ কমপ্লিট গাইড টুওয়ার্ডস পাবলিকেশন’ শীর্ষক এক কর্মশালা আজ ০৫ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। সকাল ১০.৩০ মিনিটে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, একাডেমিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞান একজন শিক্ষার্থীকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। এতে অনেক বড় বড় প্রতিষ্ঠানে কর্মস্থানের সুযোগ তৈরি হয়। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য উন্নত বিশ্বের দেশগুলোতে গেলে একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি তাদের জার্নাল পেপার আছে কি না সে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়। সেসব দেশে সার্টিফিকেটের মতোই জার্নাল পেপারের মর্যাদা। এজন্য কিভাবে নিজেদের গবেষণাগুলো জার্নাল পেপারে তুলে ধরা যায় সেটা নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে গবেষণা, গবেষণা বিশ্লেষণ ও উপস্থাপন আমাদের আত্মস্থ করতে হবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণামুখী। তাদের সুনাম জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে আছে। এই সুনাম আমাদের ধরে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য গবেষণাকেন্দ্রিক অনেক প্রশিক্ষণ/কর্মশালা আয়োজন করা হয়েছে। আগামীতে ওবিই কারিকুলা অ্যাসেসমেন্ট, জার্নাল পেপার রাইটিং, রিসার্চ আর্টিকেল রাইটিং ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের জন্য কর্মশালা আয়োজন করা হবে। এ ছাড়া ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আলাদা গবেষণা ফান্ড করা যায় কি না সে বিষয়টিও ভেবে দেখা হচ্ছে। তিনি জার্নাল পেপার লেখায় শ্রেষ্ঠত্ব অর্জনে এ ধরনের একটি অংশগ্রহণমূলক কর্মশালা আয়োজনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনিক্যাল সেশনের কি-নোট স্পিকার এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি ফজলে রাব্বি শাকিল। সঞ্চালনা করেন রুকাইয়া বিনতে সুজাউদ্দিন। পরে কি-নোট স্পিকার প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ‘এক্সিলিং ইন জার্নাল পেপার রাইটিং- এ কমপ্লিট গাইড টুওয়ার্ডস পাবলিকেশন’ বিষয়ে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন।
এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী ও খুবি অধিভুক্ত কেসিসি উইমেন্স কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।