বিধানসভায় বসে মোবাইল ফোন খুলে গেম খেলছেন বিধায়ক। একজন আবার টেবিলের তলায় বাক্স খুলে খৈনি (চুন মাখানো শুকনা তামাক পাতা) খাচ্ছেন। ভারতের উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপি বিধায়কদের এমন ছবি সামনে এসেছে।
এ নিয়ে বিজেপির সমালোচনা করেছে সমাজবাদী পার্টি। খবর টাইমস অব ইন্ডিয়ার
টুইটারে দুটি ভিডিও শেয়ার করে অখিলেশ যাদবের দলের অভিযোগ, বিধানসভাকে বিনোদনের স্থান করে তুলেছেন পদ্মশিবিরের বিধায়করা। শুক্রবারই শেষ হয়েছে উত্তরপ্রদেশ বিধানসভার এই মৌসুমের অধিবেশন। মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার মতো বিষয়গুলো সরকার আলোচনা করতে দেয়নি এই অভিযোগ তুলে শেষ দিন ওয়াক আউট করে বিরোধীরা।
শুক্রবারের বিধানসভা থেকে ওয়াকআউটের পরই শনিবারের এই টুইট করে সমাজবাদী পার্টি। প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে মাহোবার বিজেপি বিধায়ক রাকেশ গোস্বামী মোবাইল ফোনে গেম খেলছেন। দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে ঝাঁসির বিজেপি বিধায়ক রবি শর্মা খৈনি খাচ্ছেন।
ভিডিও পোস্ট করে সমাজবাদী পার্টির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘বিধানসভার মর্যাদা ক্ষুন্ন করছেন বিজেপি বিধায়করা! মহোবার বিজেপি বিধায়ক মোবাইল গেম খেলছেন। তামাক খাচ্ছেন ঝাঁসির বিধায়ক। জনগণের সমস্যার উত্তর না থাকায় বিধানসভাকে বিনোদনের স্থান করে তুলেছেন এরা। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক!’

