বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ব্যাটারদের জন্য ছোট সীমানা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তামিম ইকবাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠের সীমানা এতটাই ছোট যে, অনেক মিসটাইমিং শটও ছক্কায় পরিণত হচ্ছে। এতে ব্যাটাররা বাড়তি সুবিধা পাচ্ছেন, যা বোলারদের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছে।
মিরপুরে মাঠের সীমানা কোথাও ৫৬ মিটার, কোথাও ৬০ মিটার, আর সিলেটে সেটি আরও কমে গিয়ে মাত্র ৫২ মিটার দেখা গেছে। আন্তর্জাতিক মান অনুযায়ী যেখানে সীমানা ৬৫-৭০ মিটার হওয়া উচিত, সেখানে এত ছোট সীমানা তামিমের মতে দৃষ্টিকটু এবং খেলাটির ভারসাম্য নষ্ট করছে।
সোমবার সিলেটে ৪৮ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন তামিম। তবে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি মাঠের সীমানা নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। তামিম বলেন, ‘যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়। তবে আমি চাই সীমানা বড় করা হোক। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫-৭০ মিটারের সীমানা থাকে, যা বোলারদের জন্য কিছুটা হলেও সুযোগ তৈরি করে। কিন্তু এখানে সেটা নেই।’
মিরপুরে ডানহাতি ব্যাটারদের স্কয়ার লেগের বাউন্ডারি মাত্র ৫৮ মিটার, ফাইন লেগে এবং থার্ড ম্যানের বাউন্ডারি আরও কমে ৫৬ মিটার। লং অন ও লং অফে সেটি ৬৮ মিটার এবং সোজা বাউন্ডারি ৭১ মিটার। অন্যদিকে, সিলেটে মাত্র ৫২ মিটার সীমানায়ও ছক্কা পড়তে দেখা গেছে, যা বিস্ময়করভাবে ছোট।
তামিম আরও বলেন, ‘এবার উইকেট এত ভালো…! কিউরেটরদের এজন্য কৃতিত্ব দিতে হবে। তবে যখন উইকেট এমন ভালো থাকে, তখন সীমানা বড় করে দেওয়া উচিত। জায়গা থাকা সত্ত্বেও সীমানা ছোট রাখা অযৌক্তিক। শীর্ষ কর্মকর্তাদের প্রতি আমার অনুরোধ, তারা যেন এই বিষয়টি বিবেচনায় নেন।’
তামিম মনে করেন, সীমানা বাড়ালে খেলাটির ভারসাম্য বজায় থাকবে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হবে।