কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাহাড়ি কাঠ ও ফার্নিচার জব্দ করেছে বন বিভাগ। এ সময় উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার বসু মিয়ার ছেলে মো. হোছনকে (৩৫) আটক করা হয়েছে।
সোমবার সকালে হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা পাহাড়ের পাদদেশে অভিযান চালায় টেকনাফ বন বিভাগ।
জব্দ করা এসব কাঠের মূল্য প্রায় ৬ লক্ষ টাকা বলে জানিয়েছে বন বিভাগ।
টেকনাফ সদর বিট কর্মকর্তা আবুল কালাম সরকার জানান, বন বিভাগের অগোচরে একটি প্রভাবশালী চক্র দীর্ঘ দিন ধরে সরকারি বনের গাছ কেটে স্থানীয় করাত কলে সরবরাহ করে আসছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল কাঠ ও আসবাবপত্রসহ এক যুবককে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে কক্সবাজার বন আদালতে পাঠানো হয়েছে।
পিএসএন/এমঅাই