সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো–অপারেশনকে (বিমসটেক) আরও কার্যকর করার দরকার বলে মনে করছে আঞ্চলিক জোটটি।
সোমবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে বিমসটেকের সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি পান্ডে এ জোটকে আরও কার্যকর করতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কাজ করার লক্ষে গঠিত প্রতিষ্ঠানটি সহযোগী দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে। তবে বিগত ২৭ বছরে অর্জন আশানুরূপ হয়নি। সহযোগী দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি বিশেষ করে ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়ীদের পারস্পরিক বোঝাপড়া প্রতিষ্ঠানকে অধিক কার্যকর করতে ভূমিকা রাখতে পারে। বাণিজ্য উপদেষ্টা আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ করতে বিমসটেককে একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানান।
বিমসটেক সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি বলেন, বিমসটেককে আরও কার্যকর করতে মিনিস্ট্রিয়াল বৈঠকগুলো সাহায্য করবে। আঞ্চলিক পরিমণ্ডলে এক্সপোর্ট, ইমপোর্ট ও বিনিয়োগ বৃদ্ধির জন্য মিনিস্ট্রিয়াল বৈঠকগুলো ফলপ্রসূ করতে তিনি বাংলাদেশের সহযোগিতা চান।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিমসটেক বঙ্গোপসাগর অঞ্চলের সাতটি দেশ নিয়ে গঠিত। দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।