আগামী বছর মালেশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। ২০২৫ সালের ১৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া উদীয়মান নারী ক্রিকেটারদের এই আসরে লড়বে ১৬ দল। ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ২ জানুয়ারি পর্যন্ত হতে যাওয়া এই বৈশ্বিক আসরের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
১৬ দলের এই আসরে সর্বমোট ম্যাচ হবে ৪১টি। ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১৬ দল। জুনিয়র টাইগ্রেসরা অবশ্য কঠিন প্রতিপক্ষই পেয়েছে গ্রুপে। ক্রিকেট বিশ্বের পরাশক্তি অস্ট্রেলিয়া রয়েছে বাংলাদেশের গ্রুপে।
‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়াও বাংলাদেশের খেলতে হবে স্কটল্যান্ডের বিপক্ষে। এছাড়া গ্রুপের শেষ দল হিসেবে এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল থাকবে। জানুয়ারির ১৮ তারিখ এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলবে ২০ তারিখ। আর স্কটল্যান্ডের বিপক্ষে ২২ জানুয়ারি।
উদীয়মান নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অবশ্য শুরু হয়েছে ২০২৩ সাল থেকে। প্রথমবার শিরোপা গেছে ভারতের কাছে। দক্ষিণ আফ্রিকায় হওয়া সেই ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।এবারের আসরে গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত। আয়োজক মালয়েশিয়া ছাড়াও এই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’ তে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড এবং আমেরিকা। গ্রুপ ‘সি’ তে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া। অফ্রিকার যোগ্যতাঅর্জন পর্বের জয়ী দলও থাকবে এই গ্রুপে।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ গুলো
গ্রুপ এ – ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া
গ্রুপ বি – ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ সি – নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া, আফ্রিকা বাছাই
গ্রুপ ডি – অস্ট্রেলিয়া, বাংলাদেশ, স্কটল্যান্ড, স্কটল্যান্ড, এশিয়া বাছাই