বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে তাসকিন আহমেদের চোটের খবরে হঠাৎ আচমকা কালো মেঘে ছেয়ে গেছে দেশের ক্রিকেটপাড়া। এক রাশ দুশ্চিন্তা ভর করেছে দেশের ক্রিকেটভক্তদের মনে। পুরনো ঘাতক সাইড স্ট্রেইনের সমস্যা আবার ফিরে আসায় এখন বিশ্বকাপ মিস করার শঙ্কায় আছেন চোটপ্রবণ এই পেসার। তাসকিনের চোট কতটা গুরুতর এই প্রশ্ন এখন দেশের ক্রিকেটমহলে।
ইনজুরি কোন অবস্থায় আছে তা জানতে তাসকিনের এমআরআই রিপোর্টের জন্য অপেক্ষায় এখন বিসিবি। রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি পারবেন না।
গণমাধ্যমে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘তাসকিনের রিপোর্ট এখনো হাতে পাইনি। হাতে পেলেই বিস্তারিত জানানো হবে। রিপোর্ট না দেখা পর্যন্ত আসলে বলা যাচ্ছে না কি অবস্থা।’
পাপন আরও বলেন, ‘যদি এটা দুই বা তিন সপ্তাহ হয় তাহলে কী করবো…। এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না (দেখবো)। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলবো। এখনই যোগাযোগ করবো। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’
তাসকিনের জন্য অপেক্ষা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘অন্তত কালকে (সোমবার) অফিসিয়ালি রিপোর্ট পাওয়া পর্যন্ত।’
এসআর/এসটি