চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল ফিল সিমন্সকে। সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেটারের কোচ হিসেবে মেয়াদ ছিল চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। সিমন্সকেই কোচ হিসেবে রেখে দেওয়া হবে নাকি নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে তা জানা যাবে আগামীকাল।
আগামীকাল সোমবার (২৪ মার্চ) বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান কোচের মতই সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিনদের মেয়াদও ছিল চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কোচিং প্যানেলে কারা আসবেন তা জানা যাবে আগামীকালই।
এছাড়া বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে লাল-সবুজের দলে নেতৃত্বে কে আসবেন সে সিদ্ধান্তও জানা যাবে আগামীকাল।
টি-টোয়েন্টি দলের নেতৃত্বে নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসকে নিয়োগ করা হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। এছাড়া প্রধান কোচের দায়িত্বেও থেকে যেতে পারেন সিমন্সই। এমনকি জানা গেছে, সালাউদ্দিনকে নিয়েও আশাবাদী ক্রিকেট বোর্ড।