কানপুর টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও হানা দিয়েছে বৃষ্টি। যার কারণে এখনো শুরু হয়নি খেলা। বাড়ছে অপেক্ষা।
খেলা শুরু হবে বেশি দেরি হবে। তাই গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে গেছে ভারত দলে। পরে বাংলাদেশ দলও ফিরে যায় হোটেলে।
দ্বিতীয় দিনে সকাল থেকেই মাঠ ও পিচ কাভারে ঢেকে রাখা হয়। নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। খেলা কখন শুরু হবে এ বিষয়েও কোনো ধারণা পাওয়া যায়নি। বৃষ্টি কমলে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত জানাবেন।
প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুমিনুল হক ৮১ বলে ৪০ ও মুশফিকুর রহিম ১৩ বলে ৬ রানে অপরাজিত আছেন। ভারতের পক্ষে আকাশ দীপ ২টি ও অশ্বিন নেন ১টি উইকেট।