আবারও নতুন এক গানে শোনা যাবে কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর কণ্ঠ। আগামী ১ ডিসেম্বর ‘বাংলাদেশ ব্যান্ড মিউজিক ডে’ উপলক্ষে প্রকাশ করা হচ্ছে এই গিটার জাদুকরের আরেকটি অনবদ্য সৃষ্টি। শিরোনাম ‘ইনবক্স’।
ব্যান্ড এলআরবির অফিসিয়াল ফেসবুক পেইজে সম্প্রতি এই ঘোষণা দেওয়া হয়েছে। এলআরবি সদস্যদের কাছে থেকে জানা গেছে, আইয়ুব বাচ্চুর রেকর্ডিং স্টুডিও এবি কিচেনের হার্ডডিস্কে এমন অনেক গান আছে, যেগুলো এখনও অপ্রকাশিত। নন্দিত এই শিল্পী ও সংগীতায়োজক কখনোই কোনো অ্যালবামের জন্য নির্দিষ্টসংখ্যক গান তৈরি করেননি। অনেক গান তৈরির পর, সেখান থেকে বাছাই করা গান নিয়েই সবসময় অ্যালবাম সাজাতেন। বাকি গানগুলো থেকে যেত এবি কিচেনের হার্ডডিস্কে। সেই অপ্রকাশিত গানগুলো নতুন করে প্রকাশের উদ্যোগ নিয়েছে এবি ফাউন্ডেশন। যার সূচনা হচ্ছে ‘ইনবক্স’ গানটি প্রকাশের মধ্য দিয়ে। নিয়াজ আহমেদ অংশুর লেখা এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু নিজে। কোলাহল কমিউনিকেশনের ব্যানারে ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর তারেক।
‘ইনবক্স’ গানটি ১ ডিসেম্বর প্রকাশ করা নিয়ে এলআরবি সদস্যরা জানান, এক দশক আগে আইয়ুব বাচ্চুর নেতৃত্বে ও চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হয়েছিল ব্যান্ড ফেস্ট। এরপর প্রতি বছর এই দিনে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে আসছে ব্যান্ড ফেস্ট। পরবর্তী সময়ে এ দিনটিকে ‘বাংলাদেশ ব্যান্ড মিউজিক ডে’ হিসেবে পালন করার ঘোষণাও দেওয়া হয়। তাই দেশীয় ব্যান্ড সংগীতের এই বিশেষ দিনটি আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান রিলিজের জন্য বেছে নেওয়া হয়েছে।
আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনার কথায়, আইয়ুব বাচ্চুর ভক্ত-অনুরাগীরা অপ্রকাশিত গানগুলোর কথা শোনার পর থেকেই শুধু জানাতে চাইছেন, সেই গানগুলো কবে প্রকাশ পাবে। তাদের এ প্রত্যাশা অনুমান করা যায় আইয়ুব বাচ্চুর প্রতি তাদের ভালোবাসা কতখানি। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি, অপ্রকাশিত গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি অমর এই শিল্পীর সমস্ত সৃষ্টি আর্কাইভ করে রাখার। এ বিষয়ে এলআরবির আবদুল্লাহ মাসুদ, গীতিকার নিয়াজ আহমেদ অংশু, শিল্পী জুয়েল মোর্শেদ ও শুভ সবরকম সহযোগিতার পাশাপাশি নিরলস কাজ করে যাচ্ছেন। কপিরাইট ইস্যু নিয়ে কিছু জটিলতা ছিল। ব্যারিস্টার খালিদ হামিদ চৌধুরীর সহযোগিতায় তারও কিছুটা সমাধান হয়েছে। এ ছাড়াও ক্যাসেট, সিডির যুগে যেসব প্রকাশকরা আইয়ুব বাচ্চু ও এলআরবির অ্যালবাম প্রকাশ করেছিলেন, তাদের সঙ্গে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। এ সবকিছুর পর শ্রোতাদের এই আশ্বাস দিতে পারি, আর কিছুদিন অপেক্ষা করুন, শিগগিরই আপনাদের প্রত্যাশা পূরণ করব আমরা। ‘এবি কিচেন’ ইউটিউব চ্যানেলে ও পেইজে আইয়ুব বাচ্চুর সব অ্যালবাম ও গান শোনার সুযোগ পাবেন।’
প্রসঙ্গত, অপ্রকাশিত গানগুলো প্রকাশের পাশাপাশি আইয়ুব বাচ্চুর গিটার থেকে শুরু করে নানান স্মৃতি সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে ‘এবি ফাউন্ডেশন’। আর এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে দেশের বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক। এই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অভিনেতা ইরেশ যাকের জানান, ‘এবি ফাউন্ডেশন’ সঙ্গে সম্মিলিতভাবে আমরা বেশ কিছু উদ্যোগ নিচ্ছেন। যার মাধ্যমে স্মৃতি জাদুঘর থেকে শুরু করে আইয়ুব বাচ্চু স্মরণে কনসার্ট ও সম্মাননা প্রদান এবং এই রক আইকনের ২০০টি গান প্রকাশের পাশাপাশি আর বেশ কিছু আয়োজনের পরিকল্পনা রয়েছে।