ভারতের বিভিন্ন স্থানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে স্ক্রিনিংসহ স্বাস্থ্যবিধি মানার কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।সোমবার (৯ জুন) সকাল থেকে ইমিগ্রেশনের ভেতরে সরেজমিনে দেখা যায়, প্রতিটি যাত্রীকে থার্মাল স্ক্যানার দিয়ে স্ক্রিনিং করা হচ্ছে এবং মুখে মাস্ক পরার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।এর আগে বুধবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগত সন্দেহভাজন যাত্রীদের হেলথ ডেস্কের সহায়তায় পর্যবেক্ষণ এবং নিবিড় স্বাস্থ্য পরীক্ষা চালাতে হবে।শুক্রবার (৬ জুন) থেকে ভারতফেরত যাত্রীদের করোনার উপসর্গ আছে কি না, তা প্রাথমিকভাবে পরীক্ষা শুরু করে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।বৃহস্পতিবার (৫ জুন) ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের আদেশ পৌঁছানোর পর ৬ জুন থেকে পুরোপুরি কার্যকর হয় সতর্কতামূলক ব্যবস্থা। তবে ভারত থেকে আগত অনেক যাত্রীকে স্বাস্থ্যবিধি না মেনে চলতে দেখা গেছে।ভারত থেকে আসা সুভাষ চন্দ্র বলেন, “ভারতে কোথাও আমাদের করোনা পরীক্ষা করা হয়নি। বেনাপোলে এসে স্বাস্থ্যকর্মীরা থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করেছেন। তবে ভারতের কোথাও নতুন করে করোনা ছড়াচ্ছে, এমন খবর আমরা পাইনি। এখানে এসে দেখছি পরীক্ষা চলছে।”বেনাপোল ইমিগ্রেশনের উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানান, “ভারতে জেনেটিক সিকোয়েন্স বিশ্লেষণের মাধ্যমে জানা গেছে, কিছু অঞ্চলে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে। এ কারণে বাংলাদেশে এ নতুন ধরনটি যেন ছড়িয়ে না পড়ে, সেজন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতা জারি করা হয়েছে। প্রত্যেক ভারতফেরত যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে।”বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন রূপে কোভিড-১৯ ভাইরাস দেখা দিয়েছে, যার নাম ‘কোভিড-ওমিক্রন এক্সবিবি’। এ ভ্যারিয়েন্টটি এখন পর্যন্ত এ অঞ্চলে শনাক্ত না হলেও স্বাস্থ্য বিভাগ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। মাস্ক পরা এবং পূর্বের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।‘কোভিড-ওমিক্রন এক্সবিবি’-এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে: জ্বর, কাশি ছাড়াও মাথাব্যথা, গলা, পিঠ ও জয়েন্টে ব্যথা, নিউমোনিয়া এবং ক্ষুধামান্দ্য। এটি ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় পাঁচ গুণ বেশি শক্তিশালী ও মৃত্যুর হার বেশি। অল্প সময়ের মধ্যেই উপসর্গগুলো তীব্র হয়ে উঠতে পারে এবং কিছু ক্ষেত্রে স্পষ্ট উপসর্গ ছাড়াও স্বাস্থ্যগত অবনতি দেখা দিতে পারে।
