ভারতে বিউটি পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে পাচারের সময় দামুড়হুদার দর্শনা সীমান্ত থেকে দুই তরুণীকে উদ্ধার ও একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে দর্শনার জয়নগর সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় দর্শনা থানায় মামলা হলে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, চট্টগ্রামের পাহাড়তলী ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দুই তরুণীকে ভারতে বিউটি পার্লারের কাজ দেওয়ার প্রলোভন দেখায় লাল্টু (৩০) নামে এক ব্যক্তি। গত বৃহস্পতিবার তাদের খালিশপুরে নিয়ে আসে। পরে রাতে দর্শনা সীমান্তবর্তী জয়নগর গ্রামের শাহিন হোসেনের হাতে তাদের তুলে দেয়।
জয়নগর গ্রামের মানব পাচারকারী সিন্ডিকেটের সদস্য শাহিনসহ সোহেল, শরিফুল ইসলাম আজেরসহ সাত-আটজন দুই তরুণীকে একটি বাড়িতে নিয়ে রাখে। সোমবার ভোরে তারা সীমান্তের ৭৫/৩ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় টহলরত দর্শনা কোম্পানি সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে দুই তরুণীকে উদ্ধারের পাশাপাশি শাহিনকে আটক করে।
এ ঘটনায় এক তরুণী বাদী হয়ে দর্শনা থানায় নারী পাচার আইনে মামলা করেছেন। দর্শনা থানার ওসি মুহাম্মদ শহীদ তিতুমীর এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় গ্রেপ্তার শাহিন হোসেনের ভাষ্য, তারা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কাঁটাতারের বেড়া টপকিয়ে দুই তরুণীকে পাচারের জন্য সীমান্তে নিয়ে গিয়েছিল।
ভারতে বিভিন্ন জুয়ার ক্যাসিনো, মদের বার, আবাসিক হোটেল ও পতিতালয়ে কাজ করানোর জন্য তাদের পাচার করা হচ্ছিল বলে স্বীকার করেছে শাহিন। এ মামলায় পলাতক আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।