গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ভিনিসিয়াস জুনিয়র। ২৪ গোল করেছেন তিনি। পারফরম্যান্সের বিচারে ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার। রিয়াল মাদ্রিদের তো বটেই তিনি এখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলারও। তাকেই দলে নেওয়ার জন্য ফুটবল ইতিহাস বদলে দেওয়া প্রস্তাব প্রস্তুত করছে সৌদি আরব!
সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইএসপিএন জানিয়েছে, ভিনি সৌদি লিগে খেলতে সম্মত হলে বছরে তাকে ৩৫০ মিলিয়ন ডলার বেতন দেবে সৌদি আরব। যদিও এখনও আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেনি সৌদি। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে রিয়াল মাদ্রিদের। সুতরাং তাকে কিনতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে।
তাতেও রাজি রোনালদো, নেইমার, করিম বেনজেমাদের চোখ কপালে তোলা বেতনে দলে ভেড়ানো সৌদি লিগ কর্তৃপক্ষ। যদিও রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসকে বিক্রি করতে চায় না। তবে রিলিজ ক্লজের ১ বিলিয়ন ডলার পেলে লস ব্লাঙ্কোসরা ‘না’ করবে না। সৌদি অবশ্য রিলিজ ক্লজের পুরো অর্থে তাকে কিনতে রাজি নয়। সূত্রের বরাতে এমনই তথ্য দিয়েছে ইএসপিএন।
সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, ফুটবল ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় এবং লোভনীয় প্রস্তাব পেয়ে নড়ে চড়ে বসেছেন ভিনিসিয়াস। তিনি নাকি সৌদি প্রস্তাব ভেবে-চিন্তে দেখছেন। তাকে সৌদির কোন ক্লাব দলে নেবে তা নিশ্চিত করা হয়নি। তবে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের অধীনে আল হিলাল, আল নাসর, আল আহলি ও আল ইত্তিহাদের ৭৫ শতাংশ মালিকানা আছে। মূলত এই পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডই তাকে দলে নেওয়ার চেষ্টা করছে।
ভিনি সৌদিতে গেলে ভাঙবে দলবদলের বড় বড় দুই রেকর্ড। ২২১ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কিনেছিল পিএসজি। যা সর্বোচ্চ অর্থে ফুটবলার কেনার রেকর্ড। অন্যদিকে সৌদি আরবের ক্লাব আল নাসর থেকে ২০০ মিলিয়ন ইউরো বেতন পান রোনালদো। ২৪ বছরের ভিনি সৌদির প্রস্তাবে রাজি হলে তিনিই হবেন ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার।
সৌদি আরব ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজনের বিড ধরেছে। বিডে তাদের কোন প্রতিদ্বন্দ্বী নেই। যে কারণে ওই বিশ্বকাপের আয়োজক হবে তারা। কাতার বিশ্বকাপের পর মরুর দেশে দ্বিতীয় বিশ্বকাপ আকর্ষণীয় করতে চায় সৌদি কর্তৃপক্ষ। যে কারণে ভিনিসিয়াসকে এখনই কিনে রাখতে চায় তারা। তাকে ২০৩৪ বিশ্বকাপের শুভেচ্ছাদূত করার পরিকল্পনাও নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।