পেঁয়াজ, চিনি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে সারা দেশে অভিযান করেছে বিশেষ টাস্কফোর্স ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তাদের ঠকিয়ে বেশি দামে পণ্য বিক্রিসহ নানা অনিয়মের অপরাধে ১৩৪ প্রতিষ্ঠানকে ৯ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) ভোক্তা অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।সংস্থাটি জানায়, বুধবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
সাদা দেশের ৫২ জেলায় অধিদপ্তরের ৬৩টি টিম অভিযান করে ১৩৪ প্রতিষ্ঠানকে ৯ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেন।