সৌদি আরবের মক্কায় শুক্রবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। মক্কার তাইফ প্রদেশের সারার এলাকায় ২৪ ঘণ্টায় ৬৪ মিমি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়।
শুধু মক্কা-ই নয়, এদিন সৌদি আরবের ১০টি অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে ১২৯টি জলবায়ু ও হাইড্রোলজিক্যাল স্টেশন থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
বৃষ্টিপাত হওয়া অঞ্চলগুলো হলো- রিয়াদ, মক্কা, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, আসির, হাইল, জাজান, নাজরান, আল বাহা ও আল জৌফ।
মক্কা অঞ্চলে বৃষ্টির মাত্রা
আল হাদা পার্ক (তাইফ): ৪২.৮ মিমি
মাদরাকা (আল জামুম): ৪০.৪ মিমি
আল শাফা (তাইফ): ২৭.৩ মিমি
কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (জেদ্দা): ২৪ মিমি
আল সুদাইরা (তাইফ): ২৩ মিমি
আল মারকবান (আধাম) ও বানী সাদ (মায়সান): ২০.৪ মিমি
আসির অঞ্চলে বৃষ্টিপাত
তামনিয়া (আভা): ২৯.৪ মিমি
আল শাফ (আভা): ২৭.২ মিমি
বিশা: ১৯.৫৬ মিমি
মেহের (বিশা): ১৯ মিমি
বানী আমর (আল নামাস): ১৮.১ মিমি
আল উসরান (সারাত উবায়িদ): ১৮ মিমি
জাজান অঞ্চলে বৃষ্টিপাত
আল দাইর: ২৩.৭ মিমি
আল জাবাল আল আসওয়াদ (আল রাইথ): ৪.৯ মিমি
বায়শ: ৪.৮ মিমি
বায়শ ড্যাম: ২.৭৯ মিমি
অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাত
আল বাহা: ১১.৮ মিমি
বারহারাহ (আল মানদাক): ৩.৫ মিমি
বানী হাসান (আল মানদাক): ২.১ মিমি
কালওয়া: ২ মিমি
রিয়াদ অঞ্চলে বৃষ্টির মাত্রা
খারুব খামার (শাকরা): ৪ মিমি
দিরিয়াহ: ৩.৬ মিমি
কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর: ২.৯ মিমি
আল থুমামা বিমানবন্দর: ২.৬ মিমি
নাজরান, হাইল ও আল জৌফে বৃষ্টিপাত
নাজরান: ৪.২ মিমি
আল নামসা (বদর আল জানুব): ৩.৬ মিমি
বদর আল জানুব: ২.৭ মিমি
হামা বাতার: ১.৪ মিমি
আল শানান (হাইল): ৩ মিমি
আল হামাদ (আল কুরাইয়াত, আল জৌফ): ১.৪ মিমি
ফাওয়ারা (বুরাইদাহ, আল কাসিম): ২.৪ মিমি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে এই টানা বৃষ্টিপাতের ফলে নদী ও জলাধারগুলো পানিতে ভরে উঠেছে এবং কিছু এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। সূত্র: গালফ নিউজ