চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামবে ভারত। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে পাকিস্তান ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকেই। রোহিত শর্মারা যখন ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে চলেছেন তখন ভারতীয় এক বোলারকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক। ইংলিশদের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে নামার আগে সে কথার জবাব দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত, জবাবে ইনজামামকে নিজের মস্তিষ্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটে নিজেদের সবশেষ ম্যাচে ভারতের আর্শদীপ সিং বল হাতে ৪ ওভারে ৩৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন। ইকোনোমি রেট বেশি হলেও ১৬ তম ওভারে গুরত্বপূর্ণ সময়ে বল হাতে তিনি ছিলেন বেশ কার্যকরী, দিয়েছেন কেবল ৭ রান। এরপর আর ম্যাচে ফেরা হয়নি অজিদের।
আর্শদীপের করা এই ওভার নিয়েই ঘুরিয়ে-পেচিয়ে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছিলেন ইনজামাম উল হক। সাবেক পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আর্শদীপ সিং যখন ১৫তম ওভার বল করছিলেন, তখন বল রিভার্স সুইং করছিল। নতুন বলে এত দ্রুত রিভার্স সুইং করা কঠিন। এর মানে হল যে বলটি ১২ তম বা ১৩ তম ওভারে কিছু করা হয়েছিল। কারণ তিনি যখন ১৫ তম ওভার বল করতে আসেন, তখন তার রিভার্স সুইং শুরু হয়েছিল। তাই এখানেও আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত।’
এদিকে অংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত। সেখানেও ওঠে এসেছে ইনজামামে এই বক্তব্য। এক প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘এখন আমি এই কথার কি উত্তর দিবো ভাই? এতো রোদের মধ্যে খেলা হয়, উইকেট এতো শুকনো, বল রিভার্স সুইং এমনিতেই হয়। শুধু আমাদের না, সব দলেরই রিভার্স সুইং হচ্ছে।’
এরপরই রোহিত বলেন, ‘নিজের মস্তিষ্ক ঠিকভাবে কাজে লাগানোটা জরুরী, বুঝা উচিত যে কোন কন্ডিশনে খেলাটা হচ্ছে। ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার কন্ডিশনে তো আর খেলা হচ্ছে না।