চতুর্থ দিনের খেলা যখন শেষ হয়েছিল, তখন জয় থেকে শ্রীলঙ্কা খুব বেশি দূরে ছিল না। ২৭৫ রানের লক্ষ্য দিয়ে ২০৭ রানে নিউজিল্যান্ডের ৮ উইকেট তুলে নিয়েছিল লঙ্কানরা। তবে ভয় জাগাচ্ছিলেন ৯১ রানে অপরাজিত থাকা রাচিন রবীন্দ্র। তার পঞ্চম দিনে তার সেঞ্চুরিই করা হয়নি। সোমবার দিনের শুরুতেই ৬৩ রানের জয় তুলে নিল শ্রীলঙ্কা।
গলে টস জিতে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩০৯ রান তোলে। ওপেনার করুনারত্নে ৮৩ ও তিনে নামা দিনেশ চান্ডিমাল ৬১ রানের ইনিংস খেলেন। চারে নেমে অভিজ্ঞ ম্যাথুস যোগ করেন ৫০ রান। এছাড়া অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ৪০ রানের ইনিংস খেলেন।
জবাবে ৩৪০ রান করে প্রথম ইনিংস থেকে ৩১ রানের লিড তুলে নেয় সফরকারী নিউজিল্যান্ড। ওপেনার টম ল্যাথাম খেলেন ৭০ রানের ইনিংস। তিনে নেমে উইলিয়ামসন ৫৯, চারে নেমে রাচিন রবীন্দ্র ৩৯ ও পাঁচে নেমে ড্যারেল মিশেল ৫৭ রান যোগ করেন। লিড পেতে বড় ভূমিকা রাখেন ৪৮ বলে ৪৯ রান করা গ্লেন ফিলিপস।
দ্বিতীয় ইনিংসে সব্যসাচি ক্রিকেটার কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ৩০৫ রান তুলে অলআউট হয় শ্রীলঙ্কা। দুই হাতে ব্যাটিং ও বোলিং করা পারা কামিন্দু ১১৪ রানের ইনিংস খেলেন। কুশল মেন্ডিস ৫০ রান করেন। এছাড়া চান্দিমাল ৩০ ও ম্যাথুস ৩৬ রান যোগ করেন। কিউইদের লিড শোধ করে ২৭৫ রানের লক্ষ্য দাঁড় করায় শ্রীলঙ্কা।
জবাবে নেমে চতুর্থ দিন শেষে ২০৭ রানে ৮ উইকেট হারিয়েছে টিম সাউদির দল। নিউজিল্যান্ডের একমাত্র আশা ছিলেন রাচিন রবীন্দ্র। চতুর্থ দিনের শেষে অপরাজিত ছিলেন তিনি। ৯১ রানে খেলছিলেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু তাঁ পক্ষেও ৬৮ রান করা কঠিন ছিল। সেটাই হল। পঞ্চম দিন সকালে নিউজিল্যান্ডের বাকি ২ উইকেট নিতে ২২ বল লাগল শ্রীলঙ্কার। ৯২ রানেই প্রবাথ জয়াসুরিয়ার বলে আউট হলেন রবীন্দ্র। নিউজিল্যান্ডের শেষ উইকেটও নিলেন তিনি। চতুর্থ দিনের অপরাজিত থাকা আজাজ প্যাটেল শেষ পর্যন্ত নটআউটই থাকেন, বাঁহাতি স্পিনার জয়াসুরিয়ার ফাইফার পূর্ণ করে উইলিয়ান ও’রোরকের বিদায় নিলে দ্বিতীয় ইনিংসে ২১১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছেন প্রবাথ জয়াসুরিয়া।
গলে ২ ম্যাচের সিরিজের প্রথমটিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ২৬ সেপ্টেম্বরের পরের ম্যাচে জিতলে প্রায় দেড় দশক পর কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জিতবে শ্রীলঙ্কা। ২০০৯ সালের পর ৬ সিরিজের ৪টিতেই জিতেছিল নিউজিল্যান্ড, দুটি হয়েছিল ড্র। মুখোমুখি দেখায় ৩৯ টেস্টের মধ্যে শ্রীলঙ্কার এটা দশম জয়, নিউজিল্যান্ড জিতেছে ১৮টিতে। ড্র ১১টি।