ময়মনসিংহ জেলার বিল্লাল হোসেন (৩২)। রাজধানীতে মাদকের মামলায় তার দুই বছরের সাজা হয়। সেই সাজার ভয়ে বিল্লাল হঠাৎ হিজড়া বনে যান। এভাবেই কাটিয়ে দেন ৭টি বছর। কোনোভাবে পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না। অবশেষে তার খোঁজ মিলেছে এবং তাকে গ্রেফতারও করেছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) তাকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিল্লাল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। থাকতেন ঢাকার শাহআলী থানার এইচ ব্লকের ১৬ নম্বর রোডের ৭ নম্বর বাসায়।
রোববার (১১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহআলী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ আমিনুল ইসলাম।
তিনি জানান, ২০১২ সালে শাহআলী থানার মাদক মামলার আসামি ছিল বিল্লাল। এই মামলায় আদালত তার ২ বছরের সাজা ঘোষণা করেন। কিন্তু বিল্লাল গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়। তাকে কোনো ভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আসলে এই গা ঢাকার আড়ালে সে ঢাকাতেই হিজড়া সেজে দেদারছে ঘুরে বেড়াচ্ছিল। তার চেহারা, চুল, মুখ, পোশাক বদল করার কারণে ধরা সম্ভব হয়নি। কিন্তু সম্প্রতি তথ্য আসে বিল্লাল ঢাকার বাড্ডা এলাকায় হিজড়া সেজে আছেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গত ৩ বছর ধরে শাহআলী থানায় মামলাটি মূলতবী ছিল। তাকে গ্রেফতারের পর বিষয়টি নিশ্চিত হতে তার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়। তাতে তার পরিচয় বেরিয়ে আসে।
জিজ্ঞাসাবাদ করা হলে বিল্লাল থানা পুলিশকে জানায়, তিনি প্রকৃতপক্ষে হিজড়া নন। মামলায় আটক হওয়ার পর আদালত থেকে জামিনে মুক্ত হন। পরে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য হিজড়ার ছদ্মবেশ ধারণ করেন। তিনি এভাবে আত্মগোপনে ছিলেন। কিন্তু তারপরও শেষ রক্ষা হলো না। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পি এস / এন আই


