প্রেম নিয়ে চার্চা চলছিল দীর্ঘদিন ধরেই। কিন্তু একবছর আগেই যে তিনি বিয়ে সেরে নিয়েছেন তা জানতো না কেউ। নতুন বছরের প্রথম দিনেই সবাইকে চমকে দিলেন টালিউড অভিনেত্রী অহনা দত্ত।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৩ ডিসেম্বর আইনি মতে বিয়ে সেরেছিলেন অহনা। নিজেদের ফ্ল্যাটেই বসেছিল বিয়ের আসর। প্রেমিকের জন্য মায়ের সঙ্গে সম্পর্কে দূরত্বও তৈরি হয়েছিল তার। কিন্তু কোনও ভাবেই প্রেমে রাশ টানেননি অহনা। আর এবার গর্বের সঙ্গে বিয়ের কথাও ঘোষণা করলেন অভিনেত্রী।
বিয়ের নানা মুহূর্তের একটি ভিডিও ভাগ করে নিয়ে অহনা লেখেন, ‘প্রায় এক বছর আগে আমরা আইনি মতে বিয়ে করি। একটা ৬৫০ বর্গফুটের ভাড়া বাড়িকে আমাদের বিবাহবাসর বানাই এবং সঙ্গে থাকে দীপঙ্করের পরিবারের সকলে। ওর মা তখন জীবিত এবং উনি সেই দিন সবচেয়ে বেশি আনন্দে কেঁদেছিলেন। তার সঙ্গে ছিল আমাদের বৃহত্তর পরিবার মেঘনাদি এবং শুভদা এবং তাদের মা-বাবারা। সেই দিন আশীর্বাদ করার জন্য এই ক’জনের হাত উপস্থিত ছিল।’
অহনা লিখেছেন, ‘আমরা আমাদের মতো করে কিছু ছোট ছোট নিয়ম সেরেছিলাম। বিরিয়ানি খেয়েছিলাম দুপুরে। আনুষ্ঠানিকভাবে বিবাহিত তকমা পেয়েছিলাম সেই দিন। তারপর একটা বছর কেটে গেল। আমার আর দীপঙ্করের মধ্যে বদলায়নি কিছুই।’ সূত্র: এই সময় ও সংবাদ প্রতিদিন