খুলনা, ২৮ অক্টোবর ২০২১: সম্প্রতি শারদীয় দুর্গোৎসবে কুমিল্লার একটি পূজামÐপের ঘটনাকে কেন্দ্র করে দেশের অন্তত ১৫টি জেলায় শতাধিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ‘চাই মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ, রাজনৈতিক দোষারোপ নয়, সহিংসতা রোধে অবিলম্বে সমস্তঘটনার সুষ্ঠু বিচার হোক’ শ্লোগান কে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা’র উদ্যোগে খুলনা প্রেসক্লাব এর সামনে এক মানববন্ধন আয়োজন করেন । উক্ত মানবন্ধন থেকে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা প্রকাশের সাথে সাথে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অবিলম্বে সাম্প্রদায়িক সহিংসতার সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবী জানিয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনার সনাক সদস্য রোজী রহমান, এ কে হিরু স্বজন সদস্য মো: আবুল হোসেন, এস. কে সাহা, ভারতী ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন সনাক, খুলনা’র সকল ইয়েস ও ইয়েস ফেন্ডস্ সদস্য, শিল্পী, সাহিত্যিক, ছাত্র-ছাত্রী এবং সমমনা এনজিও প্রতিনিধিবৃন্দ। মানববন্ধনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য এ কে হিরু, এর পর আলোচনা রাখেন এম নাজমুল আজম ডেভিড, নির্বাহী পরিচালক, পরিবর্তন খুলনা, হিউমিনিটিি ওয়াচ এর শরিফুল ইসলাম, সি এস এস এর জনসংযোগ কর্মকর্তা জনাব আলী আকবর, জনাব মহেন্দ্র নাথ সেন, সদস্য সচিব জনউদ্যোগ খুলনা, এম মস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক নবলোক, টিআইবি’র ক্লাস্টার সমন্বয়ক মোঃ ফিরোজ উদ্দিন সহ অন্যান্য উপস্থিতি।
মানবন্ধনে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক), শামীমা সুলতানা শীলু,সভাপতি, সচেতন নাগরিক কমিটি (সনাক)খুলনার এবং স ালনা করেন স্বজন সদস্য দিলীপ কুমার দাস, সনাক খুলনা ।