মেক্সিকোর কোচ হাভিয়ের আগিরেকে আঘাত করার ঘটনায় শাস্তি দেওয়া হলো হন্ডুরাসকে। কনক্যাকাফের আওতাধীন পরবর্তী ঘরের ম্যাচটি তাদেরকে খেলতে হবে দর্শকশূন্য মাঠে।
গত শুক্রবার কনক্যাকাফ নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ঘটনা সেটি। শেষ বাঁশি বাজার পর আগিরে টাচলাইন ধরে হেঁটে যাচ্ছিলেন প্রতিপক্ষ কোচ রেইনালদো রুয়েদার সঙ্গে করমর্দন করতে। এ সময় গ্যালারি থেকে প্রচুর ক্যান, বোতল ছুড়ে মারা হচ্ছিল মাঠে। একটি ক্যান এসে লাগে আগিরের মাথায়।
তিনি অবশ্য কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে রুয়েদার দিকে এগিয়ে গিয়ে করমর্দন করেন। ততক্ষণে তার মাথা থেকে রক্ত বেরিয়ে চুয়ে পড়ছে গাল বেয়ে।
অনেকেই তখন এগিয়ে আসেন তার দিকে। তবে তিনি স্বাভাবিকই ছিলেন। কারও দিক তাকিয়ে হাসতে দেখা যায় তাকে। ‘থামস আপ’ উঁচিয়ে বুঝিয়ে দেন যে ঠিক আছেন। পরে তিনি বলেন যে, কারও প্রতি কোনো অভিযোগ নেই।
তবে উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলের ফুটবলের নিয়ন্তা সংস্থা কনক্যাকাফ ব্যাপারটি গুরুত্ব সহকারেই নিয়েছে। দর্শকশূন্য মাঠে ম্যাচ খেলার শাস্তির পাশাপাশি জরিমানাও করা হয়েছে হন্ডুরাসকে।
ম্যাচ চলার সময় আগিরের আচরণে কোনো আপত্তিকর কিছু ছিল কি না, এটা খতিয়ে দেখতে আলাদা তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
প্রথম লেগের ম্যাচে ২-০ গোলে জিতেছে হন্ডুরাস। মেক্সিকোর মাঠে দ্বিতীয় লেগ মঙ্গলবার।
মেক্সিকোর কোচ হাভিয়ের আগিরেকে আঘাত করার ঘটনায় শাস্তি দেওয়া হলো হন্ডুরাসকে। কনক্যাকাফের আওতাধীন পরবর্তী ঘরের ম্যাচটি তাদেরকে খেলতে হবে দর্শকশূন্য মাঠে।
গত শুক্রবার কনক্যাকাফ নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ঘটনা সেটি। শেষ বাঁশি বাজার পর আগিরে টাচলাইন ধরে হেঁটে যাচ্ছিলেন প্রতিপক্ষ কোচ রেইনালদো রুয়েদার সঙ্গে করমর্দন করতে। এ সময় গ্যালারি থেকে প্রচুর ক্যান, বোতল ছুড়ে মারা হচ্ছিল মাঠে। একটি ক্যান এসে লাগে আগিরের মাথায়।
তিনি অবশ্য কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে রুয়েদার দিকে এগিয়ে গিয়ে করমর্দন করেন। ততক্ষণে তার মাথা থেকে রক্ত বেরিয়ে চুয়ে পড়ছে গাল বেয়ে।অনেকেই তখন এগিয়ে আসেন তার দিকে। তবে তিনি স্বাভাবিকই ছিলেন। কারও দিক তাকিয়ে হাসতে দেখা যায় তাকে। ‘থামস আপ’ উঁচিয়ে বুঝিয়ে দেন যে ঠিক আছেন। পরে তিনি বলেন যে, কারও প্রতি কোনো অভিযোগ নেই।
তবে উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলের ফুটবলের নিয়ন্তা সংস্থা কনক্যাকাফ ব্যাপারটি গুরুত্ব সহকারেই নিয়েছে। দর্শকশূন্য মাঠে ম্যাচ খেলার শাস্তির পাশাপাশি জরিমানাও করা হয়েছে হন্ডুরাসকে।ম্যাচ চলার সময় আগিরের আচরণে কোনো আপত্তিকর কিছু ছিল কি না, এটা খতিয়ে দেখতে আলাদা তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
প্রথম লেগের ম্যাচে ২-০ গোলে জিতেছে হন্ডুরাস। মেক্সিকোর মাঠে দ্বিতীয় লেগ মঙ্গলবার।