নারীদের ক্রিকেট বেশিরভাগ সময়ই থাকে আড়ালে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানেরও আগ্রহ থাকে না খুব একটা। অস্ট্রেলিয়া-ভারতের মতো দলের সিরিজেও স্পন্সর পাওয়া যায়নি। তবে বুধবার বিসিবিতে দেখা গেল ভিন্ন দৃশ্য।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড নারী দল। ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের সিরিজে স্পন্সর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে সেনোরা, পাওয়ার্ড বাই হিসেবে আছে রুচি।
স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘মেয়েদের ক্রিকেটে আমরা খুব বেশি স্পন্সরশিপ পেয়েছি, এমন খুব একটা মনে করতে পারছি না। উনারা এগিয়ে এসেছেন স্পন্সরশিপের ব্যাপারে, আমার মনে হয় মেয়েরা এটা ডিজার্ভ করেছে। তারা সম্প্রতি খুব ভালো ক্রিকেট খেলেছে। মেয়েদের ক্রিকেট দেশে বা দেশের বাইরেও আলোচিত হয়েছে। একটা সম্ভাবনা তৈরি হয়েছে মেয়েদের ক্রিকেটেও।’
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সেনোরা ও রুচিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও পাশে পাওয়ার আশা ব্যক্ত করেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। নারী ক্রিকেটের পাশে থাকার ব্যাপারে আশ্বাস দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ডক্টর জেসমিন জামান। এ সময় নারী খেলোয়াড়দের ব্যক্তিগত পর্যায়ে স্পন্সরশিপ দেওয়ার ব্যাপারে কাজ করবেন তারা।