২০২১ সালের হঠাৎ করেই বার্সেলোনা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। যার মাধ্যমে ২১ বছরের সম্পর্কের ইতি টানে এই ক্ষুদে জাদুকর। তবে যার পেছনে মুখ্য ভূমিকা ছিলো বার্সেলোনা অর্থনৈতিক মন্দা অবস্থা। অপরদিকে দেড় বছরের ও বেশি সময় পার হলেও ভুলতে পারছে না বার্সা ভক্তরা। কিন্তু তবুও যেন আক্ষেপ নেই বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার। মেসিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ক্লাবের জন্য জরুরি ছিলো বলে দাবি করেন তিনি।
বার্সার ইতিহাসে মেসির যে অবদান তাতে মেসিকে মনে না রাখার সুযোগও নেই। আর তাই প্রায়ই সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে কথা বলতে হয় বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তাকে।
মার্কার এক প্রতিবেদনে জানায়, ক্লাবের স্বার্থে মেসিকে ছেড়ে দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল বলে মনে করেন বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা। এ বিষয়ে বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা বলেন, ‘বার্সাকে ইতিহাসের সেরা ফুটবলারের আগে রাখতেই হতো আমাকে। অর্থনৈতিক দুরবস্থার সেই মুহূর্তে আমার পক্ষে তাকে রাখা সম্ভব ছিল না। বার্সেলোনার জন্য এটাই সেরা সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি। বর্তমানে সে পিএসজির খেলোয়াড় এবং আমি তার ব্যাপারে কথা বলতে চাই না।’
তিনি আরও যোগ করে বলেন, ‘আমরা বর্তমানে বার্সা নিয়ে মনযোগী। মেসি সবসময় আমাদের অংশ হয়ে থাকবে। তাকে ভিন্নভাবে বিদায় দিতে চেয়েছিলাম আমি। তাকে রাখার উপায় ছিল বললে ভুল হবে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত