বিদায়ী বছরের শেষদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’। মুক্তির পর দর্শক এবং সমালোচকদের বেশ প্রশংসা কুড়ায় এটি। সিনেমা চেইন স্টার সিনেপ্লেক্সের সেরার তালিকায় দ্বিতীয় অবস্থানে আসে ‘প্রিয় মালতী’।
নতুন খবর হলো, আজ থেকে দ্বিগুণ শো বাড়ছে সিনেমাটির। তথ্যটি নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। মুক্তির পর সিনেপ্লেক্সের পাঁচ শাখায় আটটি শো চললেও আজ থেকে তা দ্বিগুণ হয়েছে। প্রতিদিন চলছে ১৬টি শো। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় দুটি শো, চট্টগ্রামের বালি আর্কেডে দুটি, এসকে এস টাওয়ার মহাখালী শাখায় দুটি শো চলবে। সনি স্কয়ার মিরপুরে শো বেড়ে চলবে চারটি, মিলিটারি মিউজিয়ামে তিনটি এবং সীমান্ত সম্ভারে চলবে তিনটি শো।
শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’-তে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন শাহজাহান সম্রাট, নাদের চৌধুরী, রিজভী রিজু, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম প্রমুখ।